আসন্ন নারায়ণগঞ্জ সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষে শহিদ নগর এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১ অক্টোবর ) বাদ মাগরিব ১৮নং ওয়ার্ডে শহিদ নগর মেম্বার গল্লিতে এ মতবিনিময় সভা হয়।
মত বিনিময় সভায় কামরুল হাসান মুন্না বলেন, যে ভাবে আপনারা বক্তব্য দিয়েছেন মুন্না ভাই দাঁড়ালে আর আঘাতে পারবে না কেউ!
এই জায়গায় এমন পরিবেশ হয়েছে অন্যকেহ দাঁড়ালে একেবারে বিদায় হয়ে যাবে। আমি খেয়াল করেছি মাসের এক তারিখ হলে এই এলাকার ভাড়াটিয়ারা চলে যায় কারন ময়লার দুর্গন্ধ। এই ময়লা বন্ধ করা যায় এমন কোন কাজ না। সিটি কর্পোরেশন ময়লা যে গাড়ি আছে সর্বোচ্চ ৩ দিনের কাজ। আমি যদি কাউন্সিলর হই আমি মেয়র মহোদয় কে বলবো যেহেতুক এই ময়লার গাড়ির গ্যারেজ ১৮নং ওয়ার্ডে। গাড়ি বের হতে দিব না যতক্ষণ না আমার এলাকার ময়লা বের না হবে। কয়দিন পর পর শহরের পরিবেশবাদীরা দূষণমুক্ত পরিবেশ আন্দোলন করেন। ফুসফুসহ শরীরের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি।
তিনি আরও বলেন, মেয়র মহোদয়ের কথা শুনবো যতক্ষণ না আমার এলাকার ময়লা না সরাবে। কিন্তু কেন শহীদনগরবাসীকে এত অবহেলা! শহরমুখী হলে আমাকে সবাই বলে তোমার এলাকায় ডাম্পিং স্পট আমি বিভা হাসান কে অবগত করি তারা অস্বীকার করেন। আমি বলাম আপনারা বক্তব্য দিয়েছেন সংবাদ প্রকাশ হয়েছে এটা অস্বীকার করার মত কোনো কথা নয়। পরিশেষে তিনি বলেন আমার কিছু করার নাই। এটা এই এলাকার বর্তমান কাউন্সিলর কবির’র দায়িত্ব।
মুন্না আরও বলেন,পাঁচ বছরে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ শেষ হয়ে গেল । এটা বন্ধ করার দায়িত্ব আমার নয় জনগণ যাকে দায়িত্ব দিয়েছে তার। ২০১৬ সালে ট্রাক গুলো ঢুকিয়েছিল তা ঘুরিয়ে দিয়েছি। নগর ভবনের স্টাফরা এসে ভোট দিবেনা শহীদনগর বাসী কিন্তু ভোট দিবে। আমি মেয়র কে বলেছিলাম আপনি ১৬/১৭ থেকে ১৮নং ওয়ার্ডে ভোট বেশি পাবেন কিন্তু সে পাচ্ছে।
কামরুল হাসান মুন্না আরও বলেন, আজ মসজিদ নিয়ে রাজনীতি করা শুরু হয়েছে। শহিদ নগরবাসীর টাকা দিয়ে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে। কিন্তু সেই মসজিদ কমিটির তালিকা আসে তোলারাম মোড় থেকে! এ লজ্জা তার যে মুরব্বীদের অবমাননা করে! সমাজ কল্যাণ সংসদ স্কুলসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ চলে। আজ মুরব্বীদের চায়ের দোকান থেকে চা খেয়ে বাসায় চলে যায়!
তিনি আরও বলেন, আপনারা কিশোর গ্যাং তৈরি করেন আবার আপনারাই থানায় তাদের লিস্টি দেন আপনারাই ছাড়িয়ে আনেন এ খেলা বন্ধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আবুল আহসান সিকদার,শফিকুল ইসলাম সিকদার,সাইদুর রহমান ভূইয়া, সালাউদ্দিন, শরিফ, পিয়েল,সোহেল, তৌহিদ, মাসুম প্রমুখ।