পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে সৌজন্যমূলক পরামর্শের পর তাকে এই পদে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে সদ্য সাবেক হওয়া আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে পেশোয়ারের কর্পোর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিবেশী আফগানিস্তানে তালেবানকে ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদ হিসেবে দেখা হচ্ছে। খবর দ্য ডনের।
লেফটেন্যান্ট জেনারেল আনজুম পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের অন্তর্গত, করাচি কর্পস কমান্ডার এবং কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোয়েটার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ফ্রন্টিয়ার কর্পস বেলুচিস্তানের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করার জন্য তার খ্যাতি রয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে তাকে একজন ঠান্ডা মাথার অফিসার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।