নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
হরিজন সম্প্রদায় জনগোষ্ঠীদের মাঝে জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি ও আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এইচ.এম রাসেল এর উদ্যোগে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১০ অক্টোবর ) রাত্রে সিটি কর্পোরেশনধীন টানবাজার হরিজন সিটি কলোনী হরিজন সমাজ সেবা সংঘ এ আলোচনা সভা ও টি-শার্ট বিতরণ করা হয়।
এসময় কাউন্সিলর প্রার্থী এইচ.এম রাসেল বলেন, আমরা যারা বিত্তবান আছি সবাই যদি অসহায়, দুঃখী মানুষের সহায়তা করি তাহলে
দুর্দশা লাঘব করা সম্ভব। আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জনপ্রতিনিধি তাই বাংলাদেশে তার একার পক্ষে সামলানোর সম্ভব নায়, সংসদসদস্য, শামীম ওসমানের মত মেয়র দেরও একার পক্ষে সম্ভব নয়।ইতিহাসে রেকট করোনা কালে এতো সরকারী ত্রাণ দিয়েছেন শেখ হাসিনা। নাসিক সব ওয়ার্ডে পৌছালেও ১৫ নং ওয়ার্ডে ত্রাণ গুলী হরিজন সম্প্রদায়দের মাঝে পৌছাননি ওয়ার্ডের কাউন্সিলর। এওয়ার্ডে হরিজন সম্প্রদায়ের সরকারী বেসরকারি ৪টি কলনী আছে তাদের কোনো ত্রান পৌঁছালেন না? আমি এর আগেও এই ওয়ার্ডে এসেছি সুনেছি সরকারী উপহার তারা পায়নি পেয়েছে ৫ আসনের এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে।
তিনি আরোও বলেন, আপনার ১৫নং ওয়ার্ডবাসীর ভোটে জনপ্রতিনিধি হবেন তাদের ব্যাপারে অবহেলা কেন? আমিনি সুধু ১৫নং ওয়ার্ডের জনগণের কাছথেকে সুবিধা নিয়ে তাদের কে সহয়াতা থেকে বঞ্চিত হবে কেন! ওয়ার্ড কাউন্সিলর দ্বারা মানুষ সেবা যদি নাই পায় তাহলে তাকে রেখে লাভকি!সদর থানার সামনে জনপ্রতিনিধি অফিস জন্মসনদ, মৃত্যুসনদসহ বিভিন্ন সমস্যায় আপনার কার্যালয় গিয়ে মানুষ ফিরে আসে। আপনি এই ওয়ার্ডে ব্যর্থ কাউন্সিলর! মানুষকে মূল্যায়ন করতে সিখুন আজ হরিজনদের যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে। তাই আমি আশাকরি এই নতুন প্রজন্ম আমরা আপনাদের পাশে একজন কাউন্সিলর নয় আপনাদের কর্মী হয়ে থাকতে চাই সেই সুযোগ করে দেওয়ার জন্য বিনিত অনুরোধ করছি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান- উর রহমান শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, হরিজন সমাজ সেবা সংঘের সভাপতি – রিপন দাস,সাধারণ সম্পাদক- মামুন, সহ-সভাপতি,যুগ্ম সাধারন সম্পাদক ও মুরুব্বীবর্গ। এছাড়া আরো উপস্থিত ছিলেন গোলাম নবী মাসুদ, আলমগীর হোসেন,আদিম খান, শহিদুল হক প্রমিত, রাজু শেখ, ওমর হাসান অমিত, সোবহান, আসাদ,তানভীর আহমেদ রাসেল, হিমেল,সানজিদ, নিরব,চয়ন,রায়হান,আঃ রহমান প্রমুখ।