1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

দৌড়ঝাঁপে’ জনশূন্য দুই প্রার্থী!জনসমর্থনে আলম পারভেজ এগিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৯০১ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতি মধ্যে ৪নং ওয়ার্ডের প্রার্থীদের সুরু হয়েছে নির্বাচনী প্রচার- প্রচারণার দৌড়ঝাঁপে জনশূন্য দুই প্রার্থী। এদিকে তরুণ প্রজন্মের আলম পারভেজ করছে ওয়ার্ডবাসীর সমর্থনে, অপর প্রর্থী ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের দ্বারস্থে লবিং চালাচ্ছেন। আরেক প্রার্থী বর্তমান মেম্বার বাতেন তালুকদার ওয়ার্ডবাসী কে প্রতিশ্রুতি দিয়ে রাখেননি, আবারও মিথ্যা প্রতিশ্রুতিতে মেতে উঠেছেন তিনি।

এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গুলিতে ঘুরে দেখা যায় কোন না কোন সমস্যার কথা। ঠিক তেমনি এই ইউনিয়নে ৪নং ওয়ার্ডের এলাকা গুলোতে এক জরিপে দেখা যায় নানান সমস্যার সমালোচনার কথা।

এনায়েতনগর ৪নং ওয়ার্ডের এলাকা গুলোতে জনসমর্থনে বিষয় জানতে চাওয়া হলে বিভিন্ন লোকজন ভিন্ন ভিন্ন কথা বলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান উন্নয়নে কাজকর্মে নিতান্ত ভালো হলেও কিন্তু মেম্বার বাতেন তালুকদার তার নিজ ওয়ার্ডের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছেন। যেমন চেয়ারম্যান তার ইউনিয়নের উন্নয়ন করার দরকার হলে এমপি, ডিসি, উপজেলাসহ বিভিন্ন দপ্তর ঘুরে বরাদ্দকৃত অর্থ সংগ্রহ করে থাকেন। তেমনই মেম্বারদের দায়িত্ব চেয়ারম্যান এর কাছ থেকে তার ওয়ার্ডের জনদূরভোগ থেকে নিরসন করা মেম্বারদের কর্তব্য হলেও আমাদের ক্ষেত্রে ভিন্ন চিত্র। তাই আমরা এনির্বাচনে ওয়ার্ডবাসী ঐক্য হয়ে তরুন প্রজন্ম কেই বেছে নিব।

আরেক মেম্বার প্রার্থী কামাল হোসেন এর বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন, তিনিতো এই ৪নং ওয়ার্ডের বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেও সে আওয়ামীলীগের নেতা কর্মীদের আশীর্বাদ পাওয়ার আশায় তাদের দুয়ারে দুয়ারে ঝুঁকছেন। কিন্তু আসন্ন ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে পাশ করার জন্য কামাল হোসেন বিএনপি করলেও সরকার দলীয় নেতাদের পৃষ্ঠপোষকতা পাওয়ার আশায় মাকড়সার জালের মত ঘিরে ধরেছেন।
এনিয়ে ৪নং ওয়ার্ড শব্দহীন আলোচনা- সমালচনার কেন্দ্রবিমুখে পরতে পারে।
এছাড়া বিএনপির কামাল হোসেনের বিরুদ্ধে একাধিক আওয়ামীলীগ নেতারা বলেন সুবিধা বাদী লোক কখনই জনপ্রতিনিধিত্ব করতে পারে না। বিএনপির নেতা কর্মীরাও অভিযোগ করেন কামাল হোসেন এখনই এরকম অবস্থা মেম্বার হলে কি উন্নয়ন করবে এবং সে মধু আহরন করতে গিয়ে চাটুকারিতায় পরিণত হয়েছে।

এদিকে আরেক প্রর্থীর বিষয়ে জানতে চাওয়া হলে ওয়ার্ডবাসী বলেন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক পন্ডিত এর ভাতিজা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও তরুন প্রজন্ম আলম পারভেজ কে নিয়ে আমরা ওয়ার্ডবাসী স্বপ্ন বেধেছি। তার সততা আচার ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি। আমাদের বিশ্বাস আলম পারভেজ এই জরাজীর্ণ ওয়ার্ডেকে একটি সুন্দর পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিবে এবং মানুষের সুখ-দুখে পাশে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL