জাতীয় যুবসংহতি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলায় রিপন ভাওয়াল কে আহ্বায়ক ও কামাল হোসেন কে সদস্য সচিব করে ১৩১ সদস্য এবং মহানগরে হাজ্বী মোঃ রোমান কে আহ্বায়ক ও মাহামুদুল হাসান জনিকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন অনুমোদিত এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলন করার জন্য বলা হয়েছে। দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে বন্দর সোনাকান্দায় একটি কার্যালয়ে নবগঠিত কমিটি দু’টির আনুষ্ঠানিক ঘোষনা দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সানু। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।
কমিটি ঘোষনার পূর্বে সানাউল্লা সানু সর্বপ্রথম জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ ও নারায়ণগঞ্জ- ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করেন। পরে, যুব সংহতির নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনকে তৃণমূল থেকে আরো সু-সংগঠিত করে জাপা চেয়ারম্যান জি এম কাদের এর হাতকে শক্তিশালী করার দৃঢ় আহবান জানান।