নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আলম পারভেজের প্রচার-প্রচরণায় জনসমর্থনে এগিয়ে রয়েছেন।
শুক্রবার ( ২২ সেপ্টেম্বর ) বাদ আছর পূর্ব ধর্মগঞ্জ ঢালি পাড়া বাজার হতে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট নিয়ে নির্বাচনী প্রচার-প্রচরণা করা হয়।
গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র বৈধ ঘোষনার পর হতে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচরণায় সময় জনসম্মুখে পারভেজ বলেন, আমি এ ওয়ার্ডের সন্তান হয়ে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী এবং আমি সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওয়ার্ডের মুরুব্বিদের অনুরোধে এবারও আমি ২০২১ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি জনগণের পাশে সব সময় খাকার জন্য এবং আমাদের ৪ নং ওয়ার্ডে রাস্তা রয়েছে যা জনদূরভোগ রয়েছে। বৃষ্টির আসলে হাঠু পারিতে তলিয়ে যায়। বাড়ি ঘরে পানিতে নদীতে পরিণত হয়ে পরে। রাস্তয়া জন সাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পরে। এবং অধিকাংশ ড্রনের স্লাপ ভাঙা। যা বিগত আগে করা হয়েছিল। অনেক রাস্তা আছে এখনও জরাজীর্ণ অবস্থায়ত্ত আছে। এনির্বাচনে আমি মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের যত সমস্যা আছে তা সমাধান করব এবং ইভটিজিং মাদক মুক্তসহ অপরাধ মূলক সকল কর্মকান্ড বন্ধ করব।
ঢালিপাড়া এলাকার স্থানিয় বাসিন্দা নাজির আহম্মেদ জানান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আগে কি করেছেন তা সকলের জানা বলার দরকারও নাই। তাই এবার সুযোগ এসেছে আমরা তরুন যুব সমাজের থেকে আলম পারভেজকে অভিনন্দন জানাই।
অত্র এলাকার মুরুব্বিরা আরোও বলেন, আলম পারভেজ মানুষের সুখেদুঃখে সবসময় আমাদের পাশে এসে দাড়িয়েছেন তাকে এবার আমরা বেছে নিয়েছি। আমাদের অত্র এলাকার যোগ্য প্রার্থীদের মধ্যে আলম পারভেজ প্রথম স্থানে রয়েছেন। এ ওয়ার্ডে এরকম ভালো ছেলে খুজে পাওয়াটাই কষ্টসাধ্য। এই অত্র এলাকার প্রতিটা জনগণ সবাই তাকে চাই। তাকে পেয়ে আমরা গর্ভিত তাই ঐক্যবদ্ধ হয়ে আলম পারভেজকে আমরা সকলে সমর্থন জানাই।
অন্যান্য এলাকার মুরুব্বিরা আরও বলেন, আলম পারভেজ ছেলে হিসেবে ভালো এবং সমাজের উন্নয়নের ক্ষেত্রে আলম পারভেজই পরিক্ষিত ব্যক্তি।
এসময় আলম পারভেজের নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নূর আমিন, রেজা, কিরন, জহিন, রাজু, শামীম, জেলা মানবাধিকার সমাজ কল্যাণ সম্পাদক ঢালিস ভূঁইয়া, জাহাঙ্গীর, আলমঙ্গীর, বাদশা, মিন্টু, আসাদ, রাব্বানি, সোহাগ মামুন প্রমুখ।