নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন পরিষদের ১১ নভেম্বর নির্বাচন উপলক্ষে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. তোফাজ্জল হোসেন তালা প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। তালা প্রতীকে বরাদ্দ পেয়ে ওয়ার্ডের মুরুব্বিদের আশীর্বাদ নিয়ে প্রচার-প্রচরণায় করা হয়।
বুধবার ( ২৭ অক্টোবর ) বাদ মাগরিব সৈয়দপুর নির্বাচনি এলাকায় তালা মার্কা নিয়ে মিছিল বের করা হয়েছে।
তালা প্রতীকে মেম্বার প্রার্থী মো. তোফাজ্জল হোসেন বলেন আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে (পাঁচটি) এলাকা নিয়ে নির্বাচন করি। এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে এবারও নির্বাচনে অংশগ্রহণ করছি। এছাড়াও আমার ওয়ার্ডে নির্বাচিত হয়ে আমার সাধ্যমতো ওয়ার্ডের উন্নয়নের কাজ করেছি। তাছাড়া করোনা কালীন সময় আমার পরিবারের ও আমার নিজের ভয় না পেয়ে ওয়ার্ডবাসীকে সর্তক অবস্থানে রেখে সাহায্য সহযোগিতা করেছি। তাছাড়া আমাদের ভুলত্রুটি হতে পারে তা ওয়ার্ডবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের প্রয়াত চেয়ারম্যানকে আল্লাহ বেহেস্ত নসিব করুক। তিনি মারাযাওয়ার পর আমরা গোগনগর ইউনিয়নে ২/৩ জন ওয়ার্ডের মেম্বাররা কাজকর্ম থাকলেও তা অনুরোধ কেরেও পাই নাই। তাই এলাকার অসম্পন্ন কাজগুলা সম্পন্ন করার লক্ষে আমার সম্মানিত ওয়ার্ডবাসী পুনরায় আমাকে জয়যুক্ত করবেন এটা আমার ওয়ার্ডবাসীর কাছে প্রত্যাশা করছি।
এসময় নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আনন্দে মেতে উঠেন গোগনগরের সৈয়দপুর ৭নং ওয়ার্ডের ভোটারা।
এসময় উপস্থিত ছিলেন, আলিম উদ্দিন মোল্লা, আসাদ মিয়া, মো.জুয়েল মিয়া, ওমর ফারুক, মোজ্জাম্মেল হোসেন,দিদার হোসেন, স্বপন, মানিস,রাজন,আলামিন মোল্লা, আলাউদ্দিন, নাঈম,আল ইমরান,আলমজিদ, অনিক,রাজিবুল,রায়হান প্রমুখ।