নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন পরিষদের( ১১ নভেম্বর) নির্বাচন উপলক্ষে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী মরিয়ম রহমান লিপি কে বই প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার ( ২৭ অক্টোবর ) দুপুরবেলায় নির্বাচনি অফিস হইতে রিটার্নিং কর্মকর্তা মরিয়ম রহমান লিপি কে বই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় বই মার্কা প্রাপ্তিতে লিপি বলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসীর মাঝে ৫ টি বছররে জনগণের সুখেদুঃখে পাশে থাকার চেষ্ঠা করেছি। এবং আমার ওয়ার্ডে বিগত দিনের চেয়েও আমার আমলে জনদুর্ভোগ থেকে পরিত্রান দিয়েছি। মহামারী করোনা ভাইরাসের কঠিন সময় আমি আমার পরিবারের কথা চিন্তা না করে জনগণের পাশে সাহায্য সহযোগিতার হাত বারিয়ে অসহায় পরিবারের পাশে থাকার চেষ্ঠা করেছি। তাই এবারও আমার তিনটি ওয়ার্ড বাসী জনগণ আমাকে বই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময় উপস্থিত ছিলেন গাজী কামাল, পরিচালক নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ও কর্নধার সুফিয়া বিল্লাল ফাউন্ডেশন এর ইদী আমিন ইব্রাহিম খলিল,মিজানুর রহমান, যুবলীগ নেতা আবু সাঈদ শিপলু, রমিজ, জসিম, বাবু,জামাল, পাপিয়া সুলতানা, আলমগীর, ইয়াছিন, মেহেদী, সাফা, প্রমুখ।