নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটি ও সৈয়দপাড়া জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) বাদ এশা সিদ্ধিরগঞ্জ গোদনাইল সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির কার্যালয়ে চার ঘন্ট সময় আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়।
সৈয়দপাড়া এলাকাবাসী সম্মিলিত হয়ে এ কমিটি গঠন করে। পঞ্চায়েত কমিটির সভাপতি হলেন সৈয়দ মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট জলিল মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহা-আলম মেম্বার।
সৈয়দপাড়া জামে মসজিদ কমিটি বৃন্দ হলেন সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
এসময় পঞ্চায়েত কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ সৈয়দ নুরুল ইসলাম বলেন আগামীকাল শুক্রবার ২৯ অক্টোবর সকাল ১০ ঘটিকায় পঞ্চায়েত কমিটি ও সৈয়দ পাড়া জামে মসজিদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ ছাত্র সমাজ যারা আছেন সকলের উপস্থিতি কামনা করছি।