আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমাদ এর ক্যাম্প উদ্ধোধন অনুষ্টানে
এবিএম আজহারুল ইসলাম এর বক্তব্যে বলেন, আমাদের নৌকা প্রতিকে নির্বাচনী ক্যাম্প করতে বাধা সৃষ্টি করেছে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ক্রাউনসিমেন্ট ঐ খানসহ ৪নং ওয়ার্ডে আমাদের বাধা সৃষ্টি করেছেন। সে আমল নেই? যে আপনাদের হুমকিতে ভয় পাব।আপনাদের( দশ বছর ) সুযোগ দিয়ে কিন্তু আমাদের দুর্ভোগ শেষ হয় নাই। এরাস্তাটা আপনারা ঠিক করেন নাই। আমাদের বঙ্গবন্ধুর শোক দিবস পালন বাধাসৃষ্টি করেন। আপনারা আওয়ামীলীগ যদি করতেন তাহলে এমন কাজ করতেন না। আপনারা কি করেছেন তা আপনাদের বিবেক কে জিজ্ঞাসা করেন। আপনারা পাটপার আওয়ামীলীগ করেন! আপনাদের মত আমরা না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আওয়ামীলীগ করি।
শুক্রবার (২৮ অক্টোবর ) নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্প ক্যাম্প উদ্ধোধন অনুষ্টানে
এবিএম আজহারুল ইসলাম এর বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থীর ৫টি ক্যাম্প এর উদ্ধোধন করেন,২নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ডে সৈয়দপুর করইতলা ৫ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডে নৌকার ক্যাম্প এর মিলাদ ও দোয়ার মাধ্যমে শুভ উদ্ধোধন করা হয়।
মিলাদ,দোয়ার ও উদ্ধোধন পূর্বে নৌকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন বলেন, আমি প্রধানন্ত্রীর নৌকা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি উন্নয়নের করার জন্য এসেছি। যারা মনে করেন, রাত ১২টায় ভোট নিয়ে যাবেন এটা কখনো চিন্তাও করবেন না। আমি অন্য মানুষের মতো মিথ্যা কথা বলতে পারি না আমি নির্বাচিত হলে সাধারন মানুষের সাথে কোনো বেদাবেদ থাকবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, এবিএম আজহার ইসলাম, আজিজ সরকার, ওবাদুল্লাহ সিকদার, মান্নান মাস্টার, কবিরুর ইসলাম কবির, মোতালিব সিকদার,মোশারফ হোসেন ,ইসমাইল সরদার, মাসুদ সিকদার, মাসুদ রানাসহ ইউনিয়নের স্থানিয় নেতৃবৃন্দ।