আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড মেম্বার পদে শেখ মো. রফিকের উদ্যোগে ক্রিকেট ব্যাট প্রতীক মার্কার প্রচারণা চালিয়ে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ অক্টোবর ) বিকেল বেলায় গোগনগর ৫ নম্বর ওয়ার্ড এলাকার বঙ্গবন্ধু স্কুল সংলগ্ন রফিক মেম্বারের বাড়ির সামনে থেকে এ মিছিল শুরু হয়। মেম্বার প্রার্থী রফিকের প্রচারণা গোগনগরের ৫ নম্বর ওয়ার্ড এলাকার ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। পরে বঙ্গবন্ধু স্কুলের সামনে দিয়ে মাদবর বাড়ি হয়ে ঈদগাহ মাঠ ঘুরে রফিক মেম্বারের কার্যালয় এসে শেষ হয়।
শোডাউন শেষে গোগনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মো. রফিক বলেন, গোগনগরের ৫ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে চায়। এই এলাকার মানুষের ভোটের মাধ্যমে এর আগে আমি দুইবার মেম্বার নির্বাচিত হই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে ভোটের মাধ্যমে জয়ী করে মানুষ। আমি সব সময় মানুষের সেবক হিসেবে থেকে কাজ করে গেছি আগামীতেও কাজ করে যাবো। এলাকার মানুষ উন্নয়ন চায়। তাই আমার এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারও মানুষের মাঝে থাকতে চাই। আর এজন্য এই এলাকার সর্বস্তর মানুষের দোয়া চাই। একই সাথে সকলের দোয়ায় সামনে এগিয়ে যেতে চাই। আশা করি সকলের দোয়ায় ব্যাট প্রতিক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে আবারও মানুষের সেবক হয়ে কাজ করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান বেপারী,এস এম ওয়ালি উল্লাহ শেখ,রহমত উল্লাহ বেপারী, নুরু খান সাল্লি,জুয়েল দেওয়ান সাল্লি,কবির শেখ সল্লি এছাড়া এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।