নারায়ণগঞ্জ গোগনগর সৈয়দপুরে ভাই ব্রাদার্স এর উদ্যোগে মোক্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৯ অক্টোবর ) বিকালে ছমসুননাহার স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল ফাইনাল খেলায় বিজয়দের মধ্যে
চ্যাম্পিয়ন ফেমাস ক্লাব, রানার্সআপ সৈয়দপুর কড়ইতলা টিম।
ফুটবল খেলা অনুষ্ঠানে নাজির হোসেন ফকির
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফজর আলী বলেন, যুবসমাজ যাতে নষ্ট না হয় মাদক এর দিকে ছুটে না যায় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। যুব সমাজের জন্য আমরা কিছু করতে চাই। এ খেলায় আমার খুব কাছের ব্যাক্তি সাকিব কে আনতাম কুন্ত সে টি ২০ খালায় ব্যস্ততায় আনা সম্ভব হয়নি।
উদ্ধোধন করেন, মোক্তার স্মৃতি সংসদ সভাপতি আলহাজ্ব মোঃ মিলন হোসেন শ্যামল,
সার্বিক সহযোগিতায় গোগনগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ সৈকত হোসেন, খেলা পরিচালনা করেন জনাব, ইমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনির হোসেন, বাবুল মোল্লা, আল আমিন মোল্লা, হারুন সরকার, হাফেজ আইনুল হক, নুরউদ্দিন মোল্লা, রহমতুল্লাহ বেপারী, রফিক মেম্বার প্রমুখ।