আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থীর আল মামুন ( মিন্টু ) ভূঁইয়া’র ভাগিনা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এস এম বাহারুল ইসলাম বাহার (আদনান) এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ অক্টোবর ) বাদ এশা ফতুল্লা পিলকুনী আলকারীম এতিমখানা ও মাদ্রাসা মসজিদের কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড নির্বাচন উপলক্ষে ফুটবল প্রতীক মাকার প্রতি দোয়া পড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা এস এম বাহারুল ইসলাম বাহার (আদনান) জানান, আমার মামা কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আল মামুন ( মিন্টু ) ভূঁইয়ার ফুটবল প্রতীক মার্কা ভোটদিয়ে ২ নং ওয়ার্ড কে সুন্দর পরিছন্ন এবং আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষে আমার মামা কে ওয়ার্ডবাসী জয়যুক্ত করবেন বলে আমার প্রত্যাশা।