গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর তার বক্তব্যে বলেন, আমি পাঁচ বছর যাবত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি । এবং এক বছর গোগনগর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমাদের ইউনিয়নবাসীর দোয়ায় নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি ও দানভীর একেএম সেলিম ওসমান’র এর সাহযোগীতায় আড়াই কোটি টাকা বরাদ্দ পেয়ে ইউনিয়নের উন্নয়নের কাজ করেছি। আমাদের ওয়ার্ড গুলোতে সবচাইতে সমস্যা হল ড্রনের। আমি আশা করি এ নির্বাচনে সুষ্ঠ ভোটে পুনরায় আমাকে আপনারা নির্বাচিত করলে ২ বছরের মধ্যে ড্রেনসহ শতভাগ আমাদের ইউনিয়নে উন্নয়নে সুন্দর ও সেরা ইউনিয়ন হবে।
ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী আরোও বলেন, ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহদয়, পুলিশ সুপার মহদয়, উপজেলা ইউএনও মহদয়, এবং এমপি সেলিম ওসমান
মহদয় এটি সান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিবে। আপনাদের কোন ভয় নাই আপনারা শান্তি পূর্ণ ভাবে ভোট দিবেন। কারন ইতি মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা ইউএনও মহয়দ আমাকে সব সময় জিজ্ঞাস করছে এবং খোজ খবর রাখছেন যেনো অপ্রীতিকর ঘটনা না হয় সে বিষয়ে প্রতিনিয়ত খোজখবর রাখছেন। তাই এখানে কোন প্রকার হুমকি ধামকী বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সাদের সাথে সাথে যেনো অবগত করি এবং তারা এবিষয়ে কঠোর অবস্থানে থাকবেন এ আশ্বাসে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন।
শনিবার (৩০ অক্টোবর ) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়নের ঘোড়া প্রতীকে ৩টি ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন কালে চেয়ারম্যান পদ প্রার্থী নূর-হোসেন উপরোক্ত কথা বলেন।
গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক মার্কা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ৫টি ক্যাম্প এর উদ্ধোধন করেন,১নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডে ঘোড়া মার্কার ক্যাম্প মিলাদ ও দোয়ার মাধ্যমে শুভ উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর-হোসেন সওদাগর।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন সওদাগর, নাদুস, নূর-হোসেন, মোহাম্মদ আলী সিকদার, রতন, আমির হোসেন, খলিল ফকির, আলামত হোসেন, জাভেদ, আলামীন, ইমন, মামুন, ইমরান,মহাসিন্ধু,রমজান, পরিপন্থী, শাহাদাত, বিল্লাল, জাহাঙ্গীর প্রমুখ।