গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর-হোসেন সওদাগর ঘোড়া প্রতীক মার্কায় গণসংযোগ করে ভোট প্রার্থনায় ইউনিয়নবাসীর আশীর্বাদ।
শনিবার ( ৩১ অক্টোবর ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়নে বিভিন্ন ওর্যার্ডে ঘোড়া প্রতিকে ভোট চাওয়া হয়।
চেয়ারম্যান প্রার্থী নূর-হোসেন সওদাগ বলেন, আমি এক বছর গোগনগর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই স্বল্প সময় আমি যতটুকু অর্থ বরাদ্দ পেয়েছি তা এই ইউনিয়নে উন্নয়নে কাজে ব্যয় করেছি তা গোগনগরবাসী সকলেরই জানা। তাই এই নির্বাচনে ইউনিয়নবাসী ঘোড়া প্রতীকে আমাকে জয়যুক্ত করলে গোগনগর ইউনিয়নে ধারাবাহিকভাবে প্রতিটা ওয়ার্ডে উন্নয়নের কাজ অব্যাহত রাখব।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি সদর থানা সাধারণ সম্পাদক মকবুল হোসেন সওদাগর,গোলাম রাব্বানি,মুছা, মুকুল, মন্টু, দুলাল, রুবেল, ইমরান, সুমন, আলামীন, আলমঙ্গীর, বাবু, ওহিদ, সাঈদি, কালন, সোহাগ, আওলাদ হোসেন, কাউসার, আমান, নূর-হোসেন, মোতালিব, সাওন, সোহাগ, ফারুক, রুবেল, মাসুম, লিটন প্রমুখ।