এদিকে একই দিনে আরেক সভায় এনায়েত নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শাহজাহান মাদবর বলেন, এনায়েত নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের দলের পক্ষ হতে আমাকে সমর্থন করায় আমি নির্বাচনে দাড়িয়েছি। একই সাথে এলাকার মানুষ আমাকে নির্বাচন করতে বাধ্যকরে। তাদের অনুরোধ না ফেলতে পেরে মরুব্বিদের দোয়া নিয়ে মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। প্রতিটি ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছি। মানুষের কাছ থেকে ভালো সারা পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়।
রোববার বিকেলে মাসদাইর নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
শাহাজাহান মাদবর বলেন, ইতিপূর্বে আমার পিতা ১৯৬৫ সনে এই এলাকার চেয়ারম্যান ছিলেন। আমাদের পূর্ব পুরুষরা মানুষের সেবা করেগেছে। আমাদের কোন পিছুটান নেই। এই এলাকায় আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। অসহায় মানুষ যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থা করার চেষ্টা করছি।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৩ হাজার ভোটার রয়েছে। এখানে ২ টি কেন্দ্র রয়েছে। দক্ষিন মাসদাইর ৬৯ নম্বর প্রাথমিক বিদ্যালয় আর অপরটি হলো ক্যামব্রিয়ান কিন্ডারগার্টেন স্কুল। কিন্তু ক্যামব্রিয়ান স্কুলের কেন্দ্রকে আমার ঝুকিপূর্ণ মনে হয়। কেননা এই ভবনের সামনে দিয়ে এবং পিছন দিয়ে গেট আছে। এখানে যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি। নির্বাচ অফিসার যেন এ বিষয়ট লক্ষ রাখেন। আশকারি এলাকার মানুষ মোরগ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিবে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।