নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকারিয়া জাকির বলেন, আমি মরুব্বিদের অনুরোধে নির্বাচন করেছি। এবং তাদের দোয়ায় এই এলাকার জনপ্রতিনিধি হয়ে সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাকে আবারও নির্বাচিত করলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। আমি এখানকার মানুষের পাশে থেকে সেবক হয়ে কাজ করে যেতে চাই। মানুষের জন্য আমি আছি এবং থাকবো। আমি আপনাদের শাসক ও শোষক হতে চাই না। সেবক হয়ে থাকতে চাই।
রোববার ( ১ নভেম্বর ) বিকেলে মাসদাইর ভাড়ৈভাগ গাইবান্ধা এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে তিনি এ কথা বলেন।
জাকির মেম্বার বলেন, নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে একটি মহল আমাকে বসিয়ে দেয়ার জন্য নানা ভাবে পায়তারা করেন। একই সাথে তারা বিভিন্ন গুজব ছড়িয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই অপপ্রচারে কান দিবেন না। আমি ৭ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক চাদাঁবাজ মুক্ত করে ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আর এ জন্য সকলের সহযোগিতা চাই। আগামী ১১ অক্টোবর ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করে বৃহত্তর মাসদাইর এলাকার মানুষের সেবা করার সুযোগ দিবেন।