নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী নব- উদয় সর্বজনীন (কালীপূজা)পূজা মন্ডপ উদ্ধোধন করলেন।
বুধবার (৩ নভেম্বর) নতুন পালপাড়া
সন্ধ্যায় মেয়র নব- উদয় সর্বজনীন (কালীপূজা)পূজা উদ্ধোধন করা হয়েছে।
এ সময় মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভিকে ফুল দিয়ে বরণ করেন নব-উদয় সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র আইভী তার বক্তব্যে বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সে যে ধর্মেরই হউক না কেনো একজন ধার্মিক মানুষ অন্যের ক্ষতি করতে পারেনা। এবং কোন ধর্মে উপর আঘাত করতে পারেনা। ইসলামে স্পষ্ট ভাবে বলা আছে অন্যধর্মের প্রতি তোমরা সম্মান ও সহিংসতা হও। এবং যারা সংখ্যায় কম তাদের তুমি দেখে রাখ।
তিনি আরোও বলেন উগ্রবাদীদের কোন ছার দেওয়া হবেনা। এখানে যুবসমাজ কে সচেতন হতে হবে কোন বিষয়কে ছোট করে দেখবেন না। আপনাদের নিজ অধিকার আদায় করত হবে। ধর্ম আমাদের যার যার কিন্তু রাষ্ট্র আমাদের সকলের।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অতিস বরুণ বিশ্বাস।
সার্বিক তত্ত্বাবধানে শ্রী শ্রী কালী পূজামণ্ডপ পরিচালিত করেছেন নবউদয় সার্বজনীন পূজা কমিটি সভাপতি সৌরভ সাহা, সহ-সভাপতি সুধন চক্রবতী,সহ সভাপতি সজীব পোদ্দার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা,সহ-সাধারন সম্পাদক জয় রায়,সহ সাধারণ সম্পাদক সঞ্চয় ভৌমিক, অরিত্র সাহা,সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রাহুল সাহা,সাংগঠনিক সম্পাদক মিঠুন সাহা,সাংগঠনিক সম্পাদক নিলয় দাস, সাংগঠনিক সম্পাদক পলাশ ঘোষ,সহ সাংগঠনিক সম্পাদক প্রীতম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক তন্ময় দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক আকাশ চক্রবতী,দপ্তর সম্পাদক নিলয় দে,দপ্তর সম্পাদক অরিত্র সরকার, দপ্তর সম্পাদক শচীন কর,সাংস্কৃতিক সম্পাদক জয় সাহা,প্রচার সম্পাদক অরুপ সাহা,প্রচার সম্পাদক প্লাবন সাহা,প্রচার সম্পাদক রাতুল সাহা,প্রচার সম্পাদক সুপ্ত সাহা,সহ পরচার সম্পাদক রাতুল সাহা প্রমুখ।