আসন্ন আলীরটেক ইউনিয়ন নির্বাচনী প্রচার-প্রচরণায় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ওরফে হিং কাটা জাকির ঘুম পাড়ানি মাসি পিসি বলে এবারও আলীরটেকে মিথ্যা আশ্বাসে ঘুমের ঘরে রাখার চেষ্ঠার অভিযোগ এলাকাবাসীর।
জাকির’র গণসংযোগে চর আলীরটেক এলাকায় খাবার পানির সমস্যার কথা জানিয়ে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই এলাকায় খাবার পানির অনেক সমস্যা। বিগত দিনে অনেকবার আবেদন করেও একটি সরকারী পানির কল পাইনি। আমাদের এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা নাজুক।
জাকির হোসেন বলেন,খাবার পানির জন্য আমি নিজেই অনেক এলাকায় কল দিয়েছি। এটার জন্য সরকারী বরাদ্দের প্রয়োজন নেই।
সরকারি বরাদ্দ না পেলেও আমি আমার নিজস্ব অর্থায়নে কলের ব্যবস্থা করবো।
বৃহস্পতিবার ( ৪ নভেম্বর ) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন’র চর আলীরটেকে গণসংযোগে তিনি এসব কথা বলেন। পড়ে গঞ্জকুমার বাজারে গিয়ে গণসংযোগ সমাপ্ত করেন।
চর আলীরটেকবাসীর নিরাপত্তার সার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার নারী পুরুষের জাকিরের এমন কথায় এলাকাবাসী গুঞ্জন সুরু হয়। ক্ষোভ প্রকাশ করে অধিকাংশ মহিলা পুরুষরা বলেন, হিং কাটা ঘি জাকির এতোদিন কোথায় আছিল! এখন নির্বাচন আইছে লোভ দেখাইতে। জাকির যদি আমাগো লইগা কিছু করতো তাহলে আগেই করতো।এখন আমাদের দরকার হইয়া গেছে। সে নাকি এতো সেতো টেকার মালিক। নির্বাচন আইলে সবাই এমন মিথ্যা আশ্বাস দেন।
গঞ্জকুমার বাজারে গোপন আলোচনা বৈঠকে সংবাদ মাধ্যম কে রেকর্ডিং করতে বাধা দেন সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ওমর ফারুক।
প্রসঙ্গত আলীরটেকের গঞ্জকুমার বাজারে নির্বানের দাবীতে মতবিনিময় সভায় সাবেক চেয়ারম্যান জাকিরকে উদ্দেশ্য করে সমাজসেবক সায়েম বলেন, জাকির চেয়ারম্যান হাজার কোটি টাকার মালিক। তিনি চাইলে এমনিতে নিজের টাকা দিয়ে উন্নয়ন করতে পারে। কিন্তু তা না করে উন্নয়ন করার জন্য তার চেয়ারম্যান হতে হবে। আমি শুনেছি স্বাধীনতার আগে নাকি তারা হিন কাটত আর এজন্য এলাকার মানুষ গণধোলাই দিয়ে তাদের এলাকা ছাড়া করেছে।
গনসংযোগে এদিন উপস্থিত ছিলেন সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।