গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলীর ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী আলহজ্ব ফজর আলীর মোটরসাইকেল প্রতীক বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ নভেম্বর রাত ১০টায় ইউনিয়ন বাসীর উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী ফজর আলীর নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন চেয়ারম্যান বাড়ি জামের মসজিদের ইমাম মাওলানা আঃ রহমান।
এসময় উপস্থিত ছিলেন,চেয়ারম্যান প্রার্থী ফজর আলী, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ মজিবর রহমান,মসিনাবন্দ পঞ্চায়েত কমিটির সালিশ প্রধান হাজী গাজী কামাল উদ্দিন, রতন মাদবর,মো.আক্তার হোসেন,মো.তোফাজ্জল হোসেন বীর মুক্তিযোদ্ধাসহ ইউনিয়নের মুরুব্বিগণ ও স্থানিয় নেতৃবৃন্দ।