ভোটার ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য মহিউদ্দিন ভুইয়া।
কৃতজ্ঞতা স্বীকার করে মহিউদ্দিন ভুইয়া বলেছেন, বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সকল ভোটার, মা-বোন ও এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আজীবন ঋণী হয়ে রইলাম। তিনি আরও বলেন, অতীতে এই ইউনিয়নের জনগণ আমার মরহুম পিতা আফাজ উদ্দিন সাহেবকে যেভাবে ভালবেসে ছিলেন, আমাকেও তাদের সেই একই ভালবাসার পবিত্র স্থানে জায়গা করে দেয়ায় তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।
মহিউদ্দিন ভুইয়া বলেছেন, বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সকল মুরুব্বি, তরুণ ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করার পাশাপাশি এই ওয়ার্ডকে একটি সমৃদ্ধ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। বক্তাবলী ইউনিয়নের অভিভাবক সম্মানিত চেয়ারম্যান এম শওকত আলী সাহেবের কাছেও আমি কৃতজ্ঞ। কারণ আমাদের পরিবারের অভিভাবক হয়ে দুঃসময়েও তিনি পাশে ছিলেন। আগামী দিনেও তিনি পাশে থেকে আমাকে পথ চলতে সহায়তা করবেন।
মহিউদ্দিন ভুইয়া বক্তাবলী ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম আলহাজ¦ আফাজউদ্দিনের পুত্র। জীবদ্দশায় আলহাজ¦ আফাজউদ্দিন অত্যন্ত সহজসরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। মিশুক ও সত্যবাদী হিসেবে বেশ সুনাম রয়েছে। মহিউদ্দিনও একইভাবে মানুষের পাশে থাকতে চান। মহিউদ্দিন ভুইয়া গত ১১ নভেম্বর অনুষ্ঠিত বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। বক্তাবলীতে তিনিই সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।