আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির এর নির্বাচনি গণসংযোগে বিশাল গণজোয়ারএ পরিণত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর ) বিকালবেলায় দেওভোগ পানির ট্রাংকি স্কুল মাঠ হতে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির’র গণসংযোগ বের করেন এসময় গণসংযোগে হাজারোও জনতার মাধ্যমে মিছিলে পরিণত হয়।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমি আপনাদের সন্তানের মত। আমি আবার আপনাদে পাশে জনপ্রতিনিধি হয়ে আসতে চাই। পূর্বের আমার কোন ভূল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কাউন্সিলর হলে আপনাদের চাওয়া পাওয়া পূরণ করবো। আজ আপনার আমার ছেলে সন্তানেরা ও যুব সমাজ ধ্বংস হচ্ছে সে যুব সমাজকে মাদক থেকে রক্ষা আমার মূল লক্ষ হবে। এবং এলাকার অসমাপ্ত কাজ গুলা সম্পন্ন করবো। আমি ফজরের নামাজ পরে আমার হোটেলে বিকাল ৩টা পর্যন্ত তাকব কারন আমার ওয়ার্ডবাসী যেন ফেরে যেতে না হয়। এবং ধনী-গরীবসহ সকল ধর্মের মানুষ আমাকে যেমন ভালো বাসে আমিও তাদের পাশে থাকবো।
এসময় কাউন্সিলর প্রর্থী মনিরুজ্জামান মনির অসংখ্য মুরুব্বিদের আর্শীবাদে ভূষিত হন।
গণসংযোগ উপস্থিত ছিলেন, সাহিদ আহম্মেদ স্বপন, জানে আলম, আ: রহমান বাদশা,মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি হাজী মো.সফিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো.সফিউদ্দিন,হাজী আ: রউফ রনি, মহিউদ্দিন, আলোর সন্ধান সংগঠনের সভাপতি শাহা আ: হালিম, আ:আউয়াল, জামান, আলিসলাম, ডা: মনিরুজ্জামান, অলিউল্লাহ অলিল, মো.আক্তার হোসেন,সালাউদ্দিন আহম্মেদ পিন্টু,জনসেবা সামাজিক সংগঠনের সভাপতি পারভেজ আলম, সকাল সন্ধা সমিতির সভাপতি, রাকিব হাসান, মজিবর, মো.কাজল,শাহাদাত, সাতরং সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন মুন্না,পানির টাংকি কদম রসুল দরগা কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান ফকির,জিসান, রিয়াদ, ইমরান, নুর মোহাম্মদ,প্রমুখ।