আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাচন উপলক্ষে ১৪ নং ওয়ার্ডে উঠান বৈঠকে হিন্দু সম্পদায় এর ভালোবাসায় কাঁদলেন কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির।
গত শুক্রবার(২৬ নভেম্বর) রাত নয়টায় দেওভোগ লক্ষীনরায়ণ এলাকাস্থ আকড়ায় নাসিক নির্বাচনী প্রচারণায় সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমি বিগত দিসে কাউন্সিলর হিসেবে আপনাদের পাশে থাকি নাই। আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে আপনাদের সুখেদুঃখে সাহায্য সহযোগীতা করতে গিয়ে আমার অনেক ভূল ত্রুটি হতে পারে। সেই জন্য আমাকে ক্ষমা মার্জনা করবেন।আমি আপনাদের সন্তান ও ভাইয়ের মত। আসছে সিটি নির্বাচনে আবারও জনপ্রতিনিধি হয়ে আসতে চাই।আমাকে পুনরায় নির্বাচিত করিলে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবো।
হিন্দু সম্পদায়ের মাঝে তিনি আরোও বলেন,আপনারা জানেন আমি এই এলাকারই সন্তান। আপনাদের মাঝে আমি বড় হয়েছি। আমার পরিবারে মধ্য বা আমার কোন সন্ত্রাসী, চাঁদাবাজ নেই। আমি যখন কাউন্সিলর ছিলাম সরকারী সহযোগীতা ছাড়াও আমার তহবিল থেকে এলাকার উন্নয়নে ব্যয় করেছি। এবং বর্তমানেও তা অব্যাহত রেখেছি। আজ আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।
এসময় কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর চোখের জলদেখে উপস্থিতি সবাই এক যোগে শ্লোগান দরেন মনির ভাইয়ের চোখের জল বিথা যেতে দিবনা।
উপস্থিতি হিন্দু সম্পদায়ের নেতারা কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির কে সমর্থন দিয়ে বলেন, জাগীর জনক বঙ্গবন্ধু যে ষড়যন্ত্রের শিকাড় হয়েছে তেমনি আমাদের মনির দাদা ৫টি বছর ষড়যন্ত্রের শিকাড় হয়েছেন। আমাদের ওয়ার্ডে বিগত দিনে যা উন্নয়ন হয়েছে তা বর্তমানে হয় নাই। আমরা হিন্দু সম্পদায়ের জনগোষ্ঠীরা এই ৫টি বছরে অবহেলিত অবস্থায় ছিলাম। তা বলার মত সাহস পাই নাই! আমাদের মনির দাদা জনপ্রতিনিধি না হয়ে আমাদের পাশে সাহায্য সাহযোগীতা করেছেন।আমরা মৃত্যুর আগপর্যন্ত ভুলবোনা। তার মত এমন সৎ উদার মনেরমত মানুষকে ভূল বুঝতে পেরে আমরা খুবই লজ্জিত। তারা আরোও বলেন,আমাদের এলাকায় যে জলাবদ্ধতা হতো তা কোন কাউন্সিলর করেন নাই মনিরই করেছেন। জনদরদী মনির করোনা ভাইরাসের সময় আমাদের জন্য যা করেছেন তা ওয়ার্ডের জনপ্রতিনিধিও করেন নাই। মনির ভাই করোনাভাইরাসের সময় সমাজে কাজ করেছেন কিন্তু ছবি তোলে সাক্ষী রাখেন নাই। তাই এবার কোন ভূল বোঝাবুঝি দরকার আছেবলে আমরা মনে করিনা। এবার ঐক্যবদ্ধ হয়েছি কোন গুন্ডা মাস্তান কে আমরা চাইনা। আমার সকল হিন্দু সম্পদায়ের লোকজনদে কাছে ঐক্য হয়ে মনিরের জন্য আমরা ভোট ভিক্ষা চাইবো। এসময় তারা হিন্দু সম্পদায়ের লোক হয়ে ভগবান ও আল্লাহর নাম নিয়ে হিন্দু ও মুসলিমদের কাছে ভোট ভিক্ষা চান।
মন্দিরের বাবু শ্যামল মহন্ত মহারাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,অজিৎ সাহা, গনেশ সাহা,মদন সাহা,সাবেক কৃষকলীগের নেতা খোকন, বাবু সঞ্জয় গোষ,নারায়ণ সাহা,স্বপন,ভজন সাহা,দিলিপ,হরি বাবু, রাজিব,প্রতিভা সংগঠনের শংকর, পূজা উদযাপন কমিটির অমর ঘোষ, উক্তম, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ হিন্দু সম্পদায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠক শেষে হিন্দু সম্পদায়ের ঘরে ঘরে গিয়ে প্রতিদিনের মত অসুস্থ লোকদের খোজখবর নেন এবং বিভিন্ন মন্দিরের পুরুহিতদের আর্শিবাদ নেন।