নির্বাচনি প্রচার-প্রচরণায় নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জনপ্রতিনিধি নয়! তাদের কর্মচারী হয়ে কাজ করতে চান ফতুল্লা ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরিফ উদ্দিন সজল এর বক্তব্যে বলেন, দীর্ঘ ৩০ বছর পর ফতুল্লা ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে। এ ওয়ার্ডে সবাই যোগ্য প্রার্থী আছে সভাই ভালো। আমি প্রত্যাশা করি এ নির্বাচনটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। এবং ৪নং ওয়ার্ডবাসী যাকে নির্বাচিত করবে আমি সে ফলা ফল মেনে নিব। ওয়ার্ডবাসীর কাছে আমার প্রত্যাশা যে ব্যাক্তি সবসময় সুখেদুঃখে আপনাদের পাসে থাকতে পারবে তাই আপনারা বেছে নিবেন।
গরিবের বন্ধু ও সমাজ সেবক শরিফ উদ্দিন সজল আরোও বলেন,আমি এওয়ার্ডে জনপ্রতিনিধি না হয়েও সমাজের উন্নয়নে এবং করোনাভাইরাসের দুর্দিনে আমি জনগনের পাসে থেকে সাহায্য সহযোগীতা করেছি। আসলে নির্বাচন আসলে অনেকেরই অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইনা। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটা এলাকা থেকে জনসাধারণকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করবো। এবং তাদের চাহিদা অনুযায়ী সমন্বয় কমিটির মাধ্যমে আমার ওয়ার্ডে উন্নয়নের কাজগুলো করবো।
বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর ) নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয় পরিষদের নির্বাচন উপলক্ষে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরিফ উদ্দিন সজল এর নির্বাচনি এলাকা লালপুর পশু পুকুরপাড় গণসংযোগে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নির্বাচনি সালাম ও দোয়া প্রার্থনা করা হয়।
মেম্বার প্রার্থী আরোও বলেন, আমার প্রথম কাজ হবে ওয়ার্ডবাসী জলাবদ্ধতা যে দূরভোগ সে দূরভোগ নিরসন কাজ করাই আমার প্রথম পদক্ষেপ।
এ ৪ নং ওয়র্ডে একটি শক্তিশালী সুন্দর সমাজা ব্যবস্থা গড়ে তুলব। এবং ওয়ার্ডটাকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে জনসাধারণ কে উপহার দিব। আমি আমার মা, বোন ও ভাইদের কাছে একটি ভোট ভিক্ষা চাই।
এসময় মেম্বার প্রার্থী শরিফ উদ্দিন সজল ওয়ার্ডবাসীর কাছ থেকে ব্যাপক ভাবে জন সাধারণের ব্যাপক সাড়া পান তিনি।
গণসংযোগ উপস্থিত ছিলেন সাফিউদ্দিন কাউসার, ছামসুদ্দিন প্রধান, মো.সুজন, মুজাফর, মো. হাসু, সারজাহান মিয়া, ইব্রাহিম, মো.সিয়াম প্রমুখ।