আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লাইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী আরমান এইচ সরকার পাপন এর নির্বাচনি প্রচার-প্রচরণায় গণ মিছিলে পরিণত হয়েছে।
শুক্রবার ( ৩ ডিসেম্বর ) বিকেলবেলায় ফতুল্লা সারজাহান রোলিং মেইল হতে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদর্শন করা হয়।
মেম্বার প্রার্থী পাপন সরকার বলেন, ফতুল্লা উইনিয়নের ২৯ বছর পর নির্বাচন হতে যাচ্ছে। এতোদিন আমরা নাগরিক অধিকা থেকে বঞ্চিত ছিলাম। যেহেতু কনির্বাচন হচ্ছে এখন আশার সঞ্চালন হচ্ছে। আমি করোনাভাইরাস মহামারি সময় প্রত্যক্ষ ও প্ররক্ষ ভাবে মানুষের পাশে ছিলাম। যখন মানুষ ঘর বন্ধী ছিলে। তখন আমরা যীবনের মায়া ছেড়ে মানুষের কল্যানে কাজ করে এছেছি।
প্রার্থী পাপন আরোও বলেন, আমি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর একজন কর্মী হিসেবে এলাকার জনপ্রতিনিধি না হয়েও বিভিন্ন ভাবে এলাকার রাস্তা ঘাটের আরসিসি ডালাইয়ের কাজ করেছি। বিশেষ করে রেললাইনের পাশে যে সড়কটি আপনারা দেখছেন তা আমার অবদানে। এসড়কটি নিয়ে আমাকে রেলওয়ে কতৃপক্ষর সাথে অনেক কিছু হয়েছে। তাই আমি আপনাদের কাছে আসাবাদী। আমাকে মেম্বার বানাতে হবেনা আপনারা যাকে যোগ্য প্রার্থী মনে করবেন তাকেই নির্বাচিত করবেন আপনাদের ভোট যেহেতুক মূল্যবান তাই জনগনই বেছেনিবে যোগ্য প্রার্থী কে। কিন্তু এমন প্রতিনিধি বানাবেন না যে প্রতিনিধরা ঘরে তালা বদ্ব করে রাখেন।আমকে নির্বাচিত করলে আপনাদের মাঝে কর্মচারী হয় থাকবো।
এসময় জনসাধারণের বক্তব্যে বলেন, পাপন শিক্ষিত একজন ছেলে। সে মেম্বার না হয়ে এ ওয়ার্ডে উন্নয়ন মূলক সহ সামাজিক বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন। আগের মেম্বাররা নিজেকে জনপ্রতিনিধির মেম্বার নয় তারা এমন ভাব গেখাতেন যেমন মনে হয় তারা এমপি হয়ে গেছেন। তাদের কাছে আমরা জন্ম নিবন্ধ ও সামান্য কিছুর জরুরী কাগজপত্রে সিগনেচারের জন্য গেলে অনেক কথা বলে। পাপন বর্তমানে সরকার দলের সাথে জরিত আছে ওকে যদি আপনারা মেম্বার নির্বাচিত করেন তাহলে অনেক উন্নয়ন হবে। এবং সরকারী কাজ গুলা সে বরাদ্দ পাবে।
তারা আরোও বলেন, রেলওয়ে কতৃপক্ষরে সাথে এতো কিছু হল কার সার্থে এলাকার জনগণের সার্থে কাজ করেছে। তখন কই ছিল এতো জনপ্রতিনিধি হওয়া প্রাপ্তিরা। তাই আপনাদের কাছে পাপনের জন্য ভোট ভিক্ষা চাই। একটি বার সুযোগ করে দেন। পাপন এই ওয়ার্ডের জনপ্রতিনিধি নয় জনগণের কামলা হয়ে থাকবে। আপনাদের চাহিদা পূরবে ব্যর্থ হলে এই পাপন তখন ইস্তফাদিবে এটা আমাতের বিশ্বাস। তা পাপন সরকার সেই ধরনের ছেলে নয় যে আমরা তা প্রমান পেয়েছি।
এসময় বক্তারা পাপনের জন্য বক্তব্য রাখতেগিয়ে তাদের কান্নায় জনসাধারণের চোখের জল দেখতে পাওয়া যায়।
দাপা সিহাচর পঞ্চয়াতের সেক্রেটারি সফর মাদবর, সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম ভূঁইয়া,বঙ্গবন্ধু পাঠাগারের সেক্রেটারি সিরাজ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থানা সভাপতি মো ইসলাম শেখ, ইউনুছ মাষ্টার,কাউসার, কাসেম বাবুচুি, মো.সাহিদ, , মো.রাজু সরকার., মোসারফ, নূরইসলাম, কাউসার, তানিমা, হৃদয়, মামুন শেখ, আমির, ইমরান, বন্ধু আইভী, জেল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন প্রমুখ।