নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জহিরুল ইসলামের বাঁশে এক গুতায় পাইলট স্কুল এলাকায় জলাবদ্ধতায় দূরভোগে ক্ষুব্ধ সাধারণ জনগণ।
অপরদিকে ১০ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েও এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন লুতফর রহমান স্বপন ।
গত মঙ্গলবার ( ১৬ নভেম্বর ) সকালে পাইলট স্কুল সংলগ্নে সেহাচর সরকারী প্রথমিক বিদ্যালয়ে মূলগেইটে ড্রেনে বাঁশের কঞ্চির গুতায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এমনটাই জানান ভুক্তভোগী এলাকাবাসী।
ড্রেনে গুতা দেওয়ার সময় জড়িতরা হলেন, জাগো বাংলা ক্ষদ্র ব্যবসায়ী সমবায় লিঃ সমিতির কর্ণধার ও ফতুল্লা ইউপি নির্বাচনের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জহিরুল ইসলাম, ফতুল্লা পাইলট স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড বি এন পি সভাপতি আক্তার হোসেন।
এবিষয়ে ক্ষুব্ধ ফতুল্লা পাইলট স্কুল ও সেহাচর এলাকাবাসী জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সারা বছর জুরে পানিতে ডুবে থাকাসহ জরাজীর্ণ ফতুল্লা ইউপি পাইলট স্কুল এলাকা বাসী। এরই মধ্যে একজন প্রার্থী জহিরুল ইসলাম তিনি লোক দেখানো সমাজ সেবার কাজ করতেগিয়ে ড্রেনে যে ময়লার স্তুপ তা স্লাপের নিচে বাঁশের কঞ্চির গুতায় ড্রেনের পানি গতিরোধ হয়ে। জহিরুলের গুতায় সুকনা মৌসমেও এখন রাস্তয় জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে।
এলাকা বাসী আরোও জানান এ ইউনিয়নে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুতফর রহমান স্বপনের গাফলতির শেষ নেই। এলাকাবাসীর মাঝে ভালো জনপ্রতিনিধি না হওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছেন জহিরুল ইসলাম। তিনি আগে কখনও এরকম কর্মকান্ড করতে দেখি নাই। বর্তমানে লোক দেখানোর সমাজ সেবক হতেচান তা মানুষ বুজে।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন আমি স্কুলে প্রবেশের সময় আহেন আহেন করে দার করিয়েছেন। এবিষয়েতো আমি জানিনা সে কোন উদ্দেশ্যে আমাকে ডেকেছেন। যেহেতুক আমি শিক্ষক তাই যে কেহ ডাকলে যেতে হয়।
মেম্বার প্রার্থী জহিরুল ইসলামকে ড্রেনে গুতানোর বিষয়ে জিজ্ঞাস করলে বলেন আমার বাড়ির সামনেও জলাবদ্ধতা আছে। আমি ছিলাম না! আপনাকে চিনি!ভাই আপনি আইসেন।
নৌকার প্রার্থী লুৎফর রহমান স্বপন বলেন, আমি এবারের নির্বাচনে জয়ী হতে পারলে সবার আগে আমাদের প্রধান সমস্যা জলাবদ্ধাতা সমাধান করবো।