আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় আলোচনায় শীর্ষে রয়েছেন আরমান এইচ সরকার পাপন।
ফতুল্লা ১ নংওয়ার্ডের খাঁ বাড়ি, ব্যাংক কলোনী, জোড়পুল, ষ্টেশন উকিল বাড়ি, পিলকুনী, শাহজাহান রোলিং মিল, পুরাতন ক্যালিক্স স্কুল এলাকাগুলোতে ঘুরে জনমতের তথ্য অনুযায়ী জানা য়ায় এওয়ার্ডে মেম্বার প্রার্থীর সংখ্যা( দশ ) জন হলেও হাতেগোনা গুটিকয়েক প্রার্থী রয়েছেন। এ গুটিকয়েক প্রার্থীদের মধ্যে রয়েছেন আরমান এইচ সরকার পাপন আলোচনায় শীর্ষে।
আলোচনায় শীর্ষে থাকা পাপন এর বিষয়ে জানতে চাওয়া হলে ঐসমস্ত এলাকাবাসী জানান, বয়েসে কম হলেও পাপন সামাজিক ছেলে শিক্ষিতও বটে । এ সমাজে প্রতি এবং সাধারণ মানুষের প্রতি তার যে ভালো ভাষা রয়েছে। মহামারী করোনাভাইরাসের সময় পাপনের অগ্রহণী ভূমিকা ছিল চোখে পরার মত যা কোন জনপ্রতিনিধিও করতে পারেন নাই তা পাপন করে দেখিয়েছেন। এছাড়া এলাকায় কোন মানুষ বিপদগ্রস্ত হলে খবর পেয়ে পাপন সাহায্য নিয়ে ছুটে যায় অসহায়দের মাঝে।
তারা আরোও বলেন, পাপন জনপ্রতিনিধি না হয়ে সামাজের উন্নয়নের কাজে তার ভুমিকা ছিল অপরিসীম । যে কাজ করার কথা এঅঞ্চলের জনপ্রতিনিধির সে কাজ করেছেন পাপন। তাই জনগণের সুবিধার্থে রেললাইনের পাশে একটি সড়ক বের করতে গিয়ে পাপনের সাথে রেলওয়ে কতৃপক্ষের সাথে বিবাদ ঘটলেও সড়কটি বের করতে সক্ষম হয়েছেন তিনি। তাকে দিন ও রাতে যেকোনো সময় আমাদের সুখদুঃখে পাওয়া যায়।
তারা আরোও বলেন পপন মেধাবী ছেলে সে দলমত নির্বিশেষে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকে। আমাদে বিশ্বাস পাপন নির্বাচিত হলে জোর করে হলেও এ ওয়ার্ডে উন্নয়নের জন্য কাজ আনতে পারবেন। তাই আমরা এবার জনপ্রতিনিধি হিসেবে পাপনকে চাই।
ঐ এলাকা সূত্রে জানা যায়, আরমান এইচ সরকার পাপন তার শিক্ষা জীবন সুরু হয় সেহাচর সরকারী সপ্রাবি থেকে – ২০০৯ সালে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় হতে এসএসসিতে ভালো রেজাল্ট করে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে ২০১১ সালে এইচএসসি, পরে অনার্স পাশ করেন। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে অধ্যায়নরত রয়েছেন। তার বড় ভাই নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন স্কুলে শিক্ষক হিসেবে অধ্যয়ন আছেন। তাদের পরিবার শিক্ষিত পরিবার।