পানির পাম্প প্রতীক পেয়েছেন সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শহিদুল ইসলাম।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রিটার্ণিং অফিসার তাকে এ প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পাবার পর নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে শহিদুল ইসলাম বলেন, দলমত নির্ভিশেষ আমি এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি সব সময়।
জীবনে যখনই সুযোগ হয়েছে, মানুষের মনেপ্রাণে সেবা করার চেষ্টা করেছি।কখনো কারো ক্ষতি করিনি। তবে মানুষের ভালবাসা রয়েছে আমার প্রতি। আশা করি জনগণের ভোটের মাধ্যমে ভালবাসার প্রতিফলন ঘটবে ইন শাহ্ আল্লাহ্।
মঙ্গলবার সদর,উপজেলার ফতুল্লা ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।দীর্ঘ ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬শে ডিসেম্বর।
এ সময় মেম্বার প্রার্থী শহিদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।