নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন পরিষদের( ২৬ ডিসেম্বর ) নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হাজী মোঃ আব্দুল আজিজকে লাটিম (লাড্ডু) প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার ( ৭ ডিসেম্বর ) দুপুরে নির্বাচনি অফিস হইতে রিটার্নিং কর্মকর্তা হাজী মোঃ আব্দুল আজিজকে বরাদ্দ দেওয়া হয়।
১নং ওয়ার্ডে লাটিম (লাড্ডু) প্রতীকে সমর্থন দিয়ে সাধারণ জনগণ বলেন মোঃ আমার শৈশবকে মনে করিয়ে দিল ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ আব্দুল আজিজ এর লাটিম (লাড্ডু) মার্কায়। লাটিম খেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে ছোট বেলার লাটিম খেলার বন্ধুদের। আজ সেই লাটিম খেলার বন্ধুগুলো একেক জন একেক জায়গায় হলেও শৈশবের অনেক ঘটনা লাটিমের সাথে জড়িত।
আমার শৈশবকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা ভোটাররা ঐক্য হয়ে হাজী মোঃ আব্দুল আজিজকে লাটিম মার্কায় ভোট দিব।
আজ শুনেছি লাটিম ছোট বলে কোন মেম্বার প্রার্থী লাটিমকে মার্কা হিসেবে বেছে নেননি। ছোট হলেও হাজী মোঃ আব্দুল আজিজ লাটিম মার্কাকে বেছে নিয়েছেন সেজন্য তার প্রতি আমাদের চিরকৃতজ্ঞ ও ওশুভেচ্ছা রহিল।