1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

ফতুল্লা ৪নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীক মেম্বার পদ প্রার্থী মেহেদী হাসান জুয়েলের ভোট প্রার্থনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬১০ Time View

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শিক্ষানবিশ আইনজীবী মেহেদী হাসান জুয়েল এর টিউবওয়েল প্রতীকে নিয়ে ভোট প্রার্থনা গণসংযোগ করা হচ্ছে।

বুধবার (৮ ডিসেম্বর ) বিকেল বেলায় ফতুল্লা লালপুর পৌষপার্বণ পুকুরপাড়সহ বিভিন্ন এলাকার গণসংযোগে ভোট প্রার্থনায় করা হয়।

এলাকাবাসী জানান মেহেদী হাসান জুয়েল এই এলাকার সন্তান শিক্ষিত ও ভদ্র। তিনি যখন সুনছেন টাকার অভাবে চিকিৎসার করাতে পারেন না। সেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন কারো চোখ, হাত পা ভাঙাসহ বিভিন্ন রোগীসহ স্কুল ও কলেজের ভর্তিসহ বিভিন্ন সাহায্য সহযোগীতা করে মানুষের উপকারে আসেন। এবং এ এলাকায় আমাদের মত মেহনতী গরিবদুঃখী মানুষের পাসে সব সময় থাকেন। তিনি খুবই ভালো মনের মানুষ। আমরা তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।

টিউবওয়েল প্রতীকে মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল তার বক্তব্যে বলেন, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। দীর্ঘদিন ৩০ বছর পর ২৬শে ডিসেম্বর নির্বাচনে ফতুল্লা ইউপিবাসীর আকাঙ্ক্ষা প্রতিফলন হতাশ যাচ্ছে। আমরা সাবাই আনন্দিত। আমি মানুসের সেবা করার জন্য ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হয়েছি। আমি করোনা কালিন অনেক কাজ করেছি।এলাকায় মাদক নির্মূলে কঠর অবস্থান নিয়ে তা বন্ধ করেছি তাছাড়া এলাকার সামাজিক কাজে আমার অগ্রণী ভুমিকা ছিল এবং থাকবো। তাছাড়া আমার নেতা উন্নয়নের রুপকার ৪ আসনের সংসদসদস্য একেএম শামীম ওসমান মহদয়ের নির্দেশনায় করোনা কালীন অসহায় মানুষদের পাসে দারিয়েছি।

এছাড়াও এ এলাকায় যে জলাবদ্ধতা তা আমার নেতাদের সহযোগীতায় নিরসন করার চেষ্ঠা করেছি। আমি জয়যুক্ত হলে জলাবদ্ধতা নিরসন করব।আজ আমি আপনাদের মাঝে জনপ্রতিনিধি হিসেবে পাশে থেকে কাজ করতে চাই। সে সুযোগ আমাকে আপনারা দিবে এ প্রত্যাশা করি।

গণসংযোগে ভোট প্রার্থনায় উপস্থিত ছিলেন কুরবান আলী, মো.বাপ্পি, মো.নুরুজ্জামান, মো.খোকন, মো. হান্নান, মো.লিটন, সুজন, সিরাজ, হৃদয়, নিরব,জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু রায়হান, বোন জরিনা, যোথি, পারভিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL