নিরহ নারীদের দিয়ে জমি দখল করাতেন নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি এলাকায় আল জয়নাল নামের এক ব্যক্তির দখলে থাকা প্রশাসন অভিযান চালিয়ে ৪২ শতাংশ জায়গা উদ্ধার করেন।
বুধবার ( ৯ ডিসেম্বর ) সকালে জেলা নাজির কামরুল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ প্রশাসেনর পক্ষ হতে এস আই ফেরদৌসের নেতৃত্বে একটি টিম তাদের সহযোগিতা করেন।
এসময় তিনি জানান, এই সম্পত্তি নিয়ে জেলা যুগ্ম জ্বজ আদালত এর অর্থঋণ ডিক্রীজারি মোকদ্দমা নম্বর ২৮/২০১০৯ এরে মূলে মামলা নং ১৫৯/২০১২ এর ৩০ নভেম্বর আদেশের পরিপ্রেক্ষিতে আইএফআইসি ব্যাংক লিমিটেড প্রধান শাখার নিকট এই সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়।
এসময় স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবৎ শহরের চিহ্নিত ভূমিদস্যু আল জয়নাল অবৈধ ভাবে এই জায়গা দখল করে রাখে। এই সম্পত্তি নিয়ে কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় জোর করে ভূমিদস্যু আল জয়নাল এই সম্পত্তি দখল করে। এ্ই সম্পত্তি নিয়ে আইএফসি ব্যাংকে ঋণ থাকায় তা নিয়ে কোর্টে মামলা হয়। যার মামলা নম্বর ১৫৯/২০১২। পরবর্তিতে ব্যাংক কতৃপক্ষ রায় পাওয়ায় আদালতের পক্ষে হতে জেলা নাজির কামরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তা বুঝিয়ে দেয়া হয়। এসময় নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আল জয়নালের কারনে অনেক মানুষ অতিষ্ঠ হয়ে আছে। এই জায়গা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে মানে একটা ভূমি দস্যুকে বিতারিত করা হয়েছে। এতে করে সে যদি শিক্ষা পায়। কেননা তার নামে শহরে অসহায় মানুষের জায়গা দখল করার অভিযোগ আছে। এই জায়গা তিনি অবৈধ ভাবে দখল করে রাখে। প্রশাসন তা উদ্ধার করে নজির বিহীন ঘটনা তৈরী করলেন। সে যেন আর কোন মানুষের জায়গা দখল করতে না পারে সেদিকে লক্ষ রাখার আহবান জানান এলাকাবাসি।
হাবেজা নামের এক নারী জানান,জয়নাল সাব আমাকে এখানে থাকতে দিয়েছে। আমার বোনের মেয়ে আয়েশা কে নবীরগর তার আরেকটা জায়গায় থাকার জন্য বিভিন্ন আসবাব পত্র তিনি তার কাছে রাখেন। ওই জায়গাও জয়নালের না। কিন্তু তিনি আমাদের ব্যবহার করে জোর কের জায়গা দখল করায়। এছাড়া মনির, আনোয়ার নামের কয়েকজনকে মাসে ১০ হাজার করে টাকা দেয়। তাদের দিয়েও বিভিন্ন সময় জায়গা দখল করে।
অভিযান শেষে আইএফআইসি প্রধান শাখার ব্যাংকের পক্ষে অফিসার স্পেশাল এ্যাসেট মেনেজম্যান্ট হাবিবুল্লাহ বেলালী বুঝে রাখেন। তিনি জানান, এখানে যদি এর পরে কেউ অবৈধ ভাবে এই জায়গায় জোর করে ভিতরে প্রবেশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ভাবে ব্যবস্থা নেয় হবে।