উঠান বৈঠকের অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারে সিটি নির্বাচনে আমরা ভোটারদের উদ্বুদ্ধ করব। মনির মাটির মত খাটি মানুষ। এই মনির করোনা কালীন নিজের অর্থয়ানে কিনা করেছে। জনপ্রতিনিধি না হয়ে ওয়ার্ডের জনসেবা করেগেছেন এখনও। বাগানে যেমন ফুল ফোটলে যেমন সৌন্দর্য বাড়ে তেমনই মনির এওয়ার্ডে বাগানের ফুলেন মত মনির। মনির ভাইয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করব আমরা ওয়াদা করলাম। এ এলাকায় অন্য কোন প্রার্থী যেন কোন প্রকার টাকা পয়সা দিয়ে ভোটারদের প্রলবন না দেখাতে পারে সেদিকে আমরা সজাগ থাকব।
তারা আরোও বলেনভূঁইয়ার বাগে সুন্দর একটি উঠান বৈঠকে বর্তমান কাউন্সিলর এর একদল সন্ত্রাসী বাহিনী এসে যে আমাদের সমর্থকদের মারধর করে নেক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে তা নিন্দা জানাই। ঐ এলাকার জনগনই সন্ত্রাসীদের প্রতিহত করেছেন। আমাদের এলাকায় এধরনের হট্রোগোল হলে আমরা ছেরে দেব না।
বর্তমান কাউন্সিলর বলেছেন টাকার কাছে নাকি পানির ট্যাংকির এলাকার মানুষ বিক্রি হয় কাউন্সিলরের এমন কথায় ক্ষোভ প্রকাশ করে আরোও বলেন, বর্তমান কাউন্সিলর সরকারী অনেক সহযোগীতা এনেছেন। কিন্তু আমাদের এ এলাকায় কোন সাহায্য সহযোগীতা করেন নাই আমরা পাইও নাই । কিন্তু কেনো পাই নাই! আমরা টাকায় বিক্রি হওয়াতে আজ ঐসমস্ত সরকারী সহযোগীতা পাইনা। প্রতিবাদ করতেও সাসহ পাইনা।
তারা আরো বলেন এবারে নির্বাচন ইভিএম দিয়ে ভোট গ্রহণ করবে। যেহেতুক আমাদের সংগঠনের প্রজেক্টর আছে। আমাদের পক্ষ থেকে ইভিএম প্রদর্শন করব যাতে সাধারণ মহিলারা শিখতে পারে।
শুক্রবার ( ১০ ডিসেম্বর ) বাদ এশা পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি শেরে বাংলা শাখা সড়ক এলাকায় সাত রং সামাজিক সংগঠনের আয়োজনে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠক বক্তারা উপরোক্ত কথা বলেন।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন,আমাদের পরিবারে কোন সন্ত্রাসী নেই। আমার কোন সন্ত্রাসী লোকও নেই। আমি যদি সন্ত্রাসী হই তাহলে আমাকে আপনারা ভোট দিবেন না। আমি যা করেছি তা ওয়ার্ডের সবাই অবগত আছেন। মানুষই ভুল করে আমার কোন ভুল হলে ক্ষমা করবেন। পুনরায় আমাকে নির্বাচিত করবেন আপনাদের পাসে আগেও ছিলাম পরেও থাকব।
বাইতুলনুর জামের মসজিদের সভাপতি মো. বাদশা’র সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সাত রং সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সজিব, সাহাজামাল খোকন, আব্দুর সাত্তার, বাংলাদেশ হুঁশিয়ারি এসোসিয়েশনের পরিচালক সাঈদ আহমেদ স্বপন, শাআব্দুল হালিম, সালাউদ্দিন পিন্টু, রমজান,হারুন কবিরাজ, হোসেয়ারী সমিতির সহ-সভাপতি স্বপন দত্ত, দিনার, মজিবর রহমান, অলিল, সাতরং সংগঠনের সভাপতি মতিউর রহমান মুন্নাসহ এলাকার মুরুব্বিগণ।
এছারাও আরোও উপস্থিত ছিলেন, মেহেদী হাসান মাদবর, সাত রং সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সবুর মাদবর, মারুফ আহমেদ সজল, সাকিবুল হাসান, মুন্না, শাহীন, দাফন কাফন কমিটির সাজ্জাদ হোসেন সালাম, নাদুস, সাদ্দাম হোসেন তুহিন, জুবায়ের, নিরব, রিয়াদ, জিসান প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সাতরং সামাজিক সংগঠনের দপ্তর সম্পাদক আকরাম হোসেন। পরে মনিরুজ্জামান মনির এর জন্য মাদ্রাসার শিক্ষক দোয়া করেন।
অনুষ্ঠান শেষে হিন্দু সম্পদায়ের একটি অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির উপস্থিত হয়ে তার জন্য সকলে কাছে দোয়া ও ভোট ভিক্ষা চান। এসময় সম্পদায়ের মহিলা পুরুষেরা তাকে সমর্থন জানান।