নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের মধ্যে কোন ভেদাভেদ নাই। নির্বাচনে যেই জয়যুক্ত হবে তাকেই আমরা মেনে নিব।
ফতুল্লা ২ নং ওয়র্ডে মোরগ প্রতীকে মেম্বার প্রার্থী শেখ মো.মেহেদী হাসান ( শাহীন ) তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৩০ বছর পর নির্বাচন হওয়া আমাদের ওয়ার্ডে প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দো বিরাজ করছে। এওয়ার্ডে আমাদের কোন কোন্দল নাই।
আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং সারা পাচ্ছি। ভোটাররা নির্ধারণ করবে এই ওয়ার্ডে কে বেশি জনপ্রিয়। এওয়র্ডে জলাবদ্ধতা প্রধান কারন। আমার নেতা জেলা আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সহযোগীতায় ৪আসনের এমপি একেএম শামীম ওসমান মহোদয় খেকে আরসিসি দীর্ঘ সড়কটি ঢালাই করেদিয়েছি। এবং মসজিদের উন্নয়নের জন্য অনুদান দিয়েছি। আমি ওয়ার্ডে সামাজিক কাজে সবসময় মুরুব্বিদের সহযোগীতা করেআসছি।
তিনি আরোও বলেন, আমাকে ওয়ার্ডবাসী নির্বাচিত করলে জন দূরভোগ থেকে পরিত্রান দিব। এবং এ সমাজথেকে মাদক নির্মূল করবো। আজ আমরা গর্ভিত আমাদের এলাকায় একই পরিবারে ৫জন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে যে সম্মাননা অর্জন করেছে? তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রহিল।
২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বৈদ্যুতিক পাখা প্রতীকে জাকির হোসেন প্রধান বলেন, আমি এই এলাকার জনসাধারণের সমর্থনে দাড়িয়েছি। আমাদের অবহেলিত জরাজীর্ণ ২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা ও মাদকের মূল কারন। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম যুবসমাজ কে রক্ষায় মাদক নির্মূল করব। আমার মা বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারে সে ব্যবস্থা করব। সড়ক, ড্রেন,কালভার্ট নির্মাণ করব। এবং নতুন চেয়ারম্যান কে নিয়ে ড্রেনে সংযোগ নদীতে দেওয়ার চেষ্ঠা করবো। আমি ট্রাক ড্রারাইভার শ্রমিকদের কার্যকরী সদস্য হয়ে তাদের সহযোগীতাসহ সমাজের বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে থাকি।