নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠকে বর্তমান কাউন্সিলর শফিউদ্দিন প্রধান এর সন্ত্রাসী বাহিনীর হামলায় ৪জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার ( ১০ ডিসেম্বর )বিকালে ভূঁইয়ার ভাগ পুকুর পারে আসন্ন নাসিক নির্বাচনী উপলক্ষ কাউন্সিলর পদ প্রার্থী মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠক চলাকালীন এ ঘটনাটা ঘটে।
আহত ব্যাক্তিরা বলেন, ভূঁইয়ার ভাগে মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠক চলা কালে বর্তমান কাউন্সিলর শফিউদ্দিন প্রধান এর সন্ত্রাসী বাহিনী ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সভায় সুন্দর পরেবেশটাকে তারা হট্রোগোল মাধ্যমে বানচাল করতে এসেছিল। যাতে করে ভূঁইয়ার ভাগে কোন প্রচার-প্রচরণায় না করতে পারি। এদের মধ্যে সবাইকে সনাক্ত করতে না পারলেও বর্তমান কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের ভাতিজা দর্পণ প্রধান (৩২ ) ছোট ভাই অর্পণ প্রধান (৩০), পবন প্রধান, শাকিল( ২৭)সহ আরো ৫০/ ৬০ জন এসে সন্ত্রাসী সভা বানচাল করার কার্যক্রমে লিপ্ত হয়।
উঠান বৈঠকে উপস্থিতি প্রত্যক্ষদর্শী জানান শান্তি প্রিয় উঠান বৈঠকে একদল সন্ত্রাসী আসেন। বৈঠকে মনিরুজ্জামান মনির সমর্থীত লোকজনদের অশালিন কথা বলার মধ্যে বৈঠকের লোকজন দের মারধর করা সুরু করলে সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মাইকে ঘোষনা দেন তারা এখান থেকে চলে না গেলে প্রসাশনকে অবগত করবে পরে পুলিশ ব্যবস্থা নিবে অন্যথায় এখানে খেকে চলে যান। তার এমন কথায় তারা চলে যায়।
এবিষয়ে নিরাপত্তার সার্থে জনেক বৈঠকে উপস্থিত ভূঁইয়ার ভাগ এলাকার জনসাধারণ বলেন,এবার বর্তমান কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের জনপ্রিয়তা শূন্যের কোঠায় আচ করতে পেরে এধরনের কর্মকান্ড চালাচ্ছে।
এ ঘটনায় আমরা ভূঁইয়ার ভাগ জনগনই সন্ত্রাসীদের প্রতিহত করেছি। আমাদের এলাকায় এধরনের হট্রোগোল হলে আমরা ছেরে দেব না।
তারা আরোও বলেন ভূঁইয়ার বাগে সুন্দর একটি উঠান বৈঠকে বর্তমান কাউন্সিলর এর একদল সন্ত্রাসী বাহিনী এসে যে মনিরুজ্জামান মনির এর সমর্থকদের মারধর করে নেক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে তা নিন্দা জানাই।
যাদের পরিবারের মধ্যে ও সঙ্গে এধরনের সন্ত্রাসী থাকে তাদের মত জনপ্রতিনিধি আমরা চাই না।
তারা আরোও বলেন, বর্তমান কাউন্সিলর সরকারী অনেক সহযোগীতা এনেছেন। কিন্তু আমাদের এ সাহায্য সহযোগীতা করেন নাই আমরা পাইও নাই । কিন্তু কেনো পাই নাই! আমরা টাকায় বিক্রি হওয়াতে আজ ঐসমস্ত সরকারী সহযোগীতা পাইনা। প্রতিবাদ করতেও সাসহ পাইনা।