নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ( নাসিক ) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মো.মহসিন ভূঁইয়া।
সোমবার ( ১৩ ডিসেম্বর ) দুপুরে জেলা নির্বাচন অফিস কার্যালয় সহকারী রিটানিং অফিসার আফরোজা খাতুনের নিকট মহাসিন ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেন।
কাউন্সিলর পদ প্রার্থী ও করোনাকালীন স্বেচ্ছায় আত্মমানবতার সেবা বীরযোদ্ধা মহাসিন ভূঁইয়া বলেন, ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে। আমি ৮ নং ওয়ার্ডে জনপ্রতিনিধি না হয়ে জনসাধারণের পাসে আছি। এবং করোনাকালীন যেহেতুক নিঃস্বার্থে মানুষের পাশে ছিলাম তা সব সময় পাশে থাকবো। তাছারাও নির্বাচন উপলক্ষে আমার ওয়ার্ডের মা বোনদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তাদের এই ভালোবাসা চিরকাল ধরে রাখার চেষ্টা করব।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মাস্টার সৈয়দপাড়া পঞ্চায়েতের সভাপতি মোঃ সৈয়দ নুরুল ইসলাম,শান্তি নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এসকে নাসিরুদ্দিন মাস্টার, মো. জজ মিয়া, মো. আনিসুর রহমান, মোহাম্মদ আলী আকবর, মো. নাসির, সিদ্দির্গঞ্জ থানা শ্রমিক নেতা মো. মন্ডল, মোঃ শামসুল হক, মো. মুসলিম মিয়া, যুবলীগ নেতা আমির হোসেন রাঙ্গা, মোঃ মাসুম ভূঁইয়া, মো. কালাম ভূঁইয়া, জাহাঙ্গীর ভূঁইয়া, মোহাম্মদ রাজু ভুঁইয়া, মো. স্বপ্নীল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. আমির হোসেন, মোহাম্মদ টুলু, তাঁতী লীগ নেতা আলাউদ্দিন, মোঃ মুক্তার হোসেন, মোঃ আল আমিন, মো. আরিফ, মোঃ বাপ্পী, অনিক, বাংলাদেশ ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হাসান অর্ণব, ছাত্রলীগ নেতা মোহাম্মদ,সিহিন, আসিফ, যুবলীগ নেতা রাকিব গাজী প্রমুখ।
নির্বাচনি অফিস তথ্য অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, যাচাই-বাছাই ২০ ডিসেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর হবে।