নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে পানির পাম্প প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী শহিদুল ইসলাম গণসংযোগে মিছিলে পরিণত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে বিশাল গণমিছিল করেছেন ৩নং ওয়ার্ডের রেম্ভুর মোর থেকে শুরু হয়ে ওয়ার্ডের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সড়কের দুই পাশ থেকে পুরুষ নারী এক সাথে হাত নেড়ে অভিনন্দন জানান মেম্বার প্রার্থী শহিদুল ইসলাম কে।শহিদুল ইসলাম ও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি সবার সাথে কুশল বিনিময় করেন।
মিছিল শেষে মেম্বার প্রার্থী শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোট মানুষের পবিত্র আমানত। এই এলাকায় দীর্ঘ ৩০ বছর পর সাধারণ মানুষ ভোট দেবার সুযোগ পেয়েছে আর এই এলাকার মানুষ বেশ সচেতন তারা নিশ্চয়ই বুঝেশুনে ভোট দিবেন। আমার অর্থবিত্তের চাকচিক্য নেই, কিন্তু সাধারণ মানুষের ভালবাসা রয়েছে। আমি ইভটিজিংয়ের মাদক সন্ত্রাসের বিরুদ্ধে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্বাধ্যমত প্রতিরোধ করার চেষ্টা করেছি।আমার এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।আগামী ২৬ শে ডিসেম্বর তার প্রতিফলন ঘটবে, ইনশাআল্লাহ। ভোট যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে পানির পাম্প প্রতীকের বিজয় সুনিশ্চিত।
এসময় উপস্থিত ছিলেন মোঃশাহিন,মোঃ মতু,মোঃ মিজান,আব্দুল বারেক,সালাউদ্দিন, সোহরাব,এনামুল, আলমগীর, মহিবুল্লা,সিরাজ,পারভেজ, সালাম,শামীম আহমেদ পলাশ, নাদিম রাব্বি,রাজু,মহানগর যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব,পাপ্পু,জুয়েল, হাওলাদার, সবুজ মাহমুদ, মিজান,আখলি,খাদিজা, সোনিয়া, জাহারা,নারগিস, আলেয়া,মুন্নি,সাহেলা বেগম,সাজেদা বেগম প্রমুখ।
এলাকার তরুণ-যুবক ও বৃদ্ধরা মিছিল বাদ্য-বাজনা ও রঙ-বেরঙের ব্যানার-ফেষ্টুন নিয়ে নানা ধরণের স্লোগানে-স্লোগানে এলাকা মুখরিত করে তুলেন।