উঠান বৈঠকে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরকে সমর্থন জানিয়ে সভাপতিত্বের বক্তব্যে সিয়য়র সাংবাদিক আব্দুস সালাম বলেন, কোন কাউন্সিলর কে প্রতিনিধিত্বের জন্য আমি বলি নাই। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। কিন্তু এবারে প্রথম প্রকাশ্যে আমি মনিরের জন্য কাজ করছি। তার একটি কারণ ভূঁইয়ার বাগবাসী পাঁচ বছরে অবহেলিত ছিল তা আমি গত বৈঠকে বলেছি। আমরা সিটি কর্পোরেশনে হলেও এই ভূঁইয়ার বাগ এলাকাতে পানির নিতে ডুবে থাকে। আমরা এ পাচ বছরেও অনেক চেষ্ঠা করেছি পানি থেকে পরিত্রান পাওয়া জন্য কিন্তু পাই নাই।
তিনি আরোও বলেন, যখন পানিতে ভেসে থাকি কথন কেউ আমাদের দেখতে আসেনা। তাই আমাদের নতুন জায়গা নিতে হবে। এবং এ বৈঠকে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে মনিরকে এই ডুবন্ত অবস্থা থেকে মুক্তি দিবে।
এবার ভূঁইয়ার বাগবাসী এক হই মনিরের জন্যে। আমরা বিশ্বাস করি ভূঁইয়ার বাগের ভোট যেদিকে যাবে সেই বিজয়ী হবে। প্রচুর ভোট আছে।এই ভূঁইয়ার বাগে এগারোশ ভোট বাহিরে চলে গিয়েছে মনির সামান্য ভোটে পরাজয় হয়েছে। এতো মধ্যরাতে সব মানুষ জড়ো হয়েছে আমরা বিশ্বাস মনিরকে এবার ১৬ জানুয়ারিতে আমরা বিজয়ী করে আনবো।
সোমবার ( ১৩ ডিসেম্বর ) বাদ এশা ভূঁইয়ার বাগ পুকুরপাড়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠক আব্দুস সালাম এসব কথা বলেন।
পরে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির ভূঁইয়ার বাগবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কথা রাখার অঙ্গীকার করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সোহেল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, ভজন মন্ডল, শিবু সাহা, ওয়াসীম ঝাঁসি, রিপন, আসাদ মির্জা,স্বপন, ওলী উল্লাহ অলীক,মহিউদ্দিন, আক্তার হোসেন, জনি, সুমন বিশ্বাস, সকাল সন্ধা সমিতির সভাপতি রাকিবুল হাসান, সেক্রেটারি নুরু মোহাম্মদ, জিসান, রিয়াদ প্রমুখ।