স্বাধীনতা সুর্বণ জয়ন্তি মহান বিজয় দিবস উপলক্ষে ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে বিভিন্ন খেলান পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ) বাদ এশা ফরাজীকান্দা জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতো সুন্দর একটি অনুষ্ঠান করে উপহার দেওয়ার জন্য ফরাজীকান্দা সমাজ কল্যাণে পরিষদকে প্রশংসা করে তাদের বক্তব্যে বলেন, আগামী দিনে এরচেয়েএ আরো বড় করতে পারে সেদিকে আমরা সহযোগীতা করবো।৩০ লক্ষ শহীদের বিনিময় ২ লক্ষ মা, বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা এনেছি। এই এলাকায় জলাবদ্ধতা লেগে থাকে। এই এলাকাতে নৌকা দিয়ে চলতে হয়। যদি সিটি কর্পোরেশন এর ড্রেনের সাথে সংযুক্ত করা হয় তাহলে জলাবদ্ধতা থেকে রক্ষা পাব। এবং এত বড় এলাকাতে স্কুল, কবরস্থান নেই। চেয়ারম্যান নির্বাচনের সময় বলেছেন নির্বাচিত হলে এখানে সর্ব প্রথম আসব তিনি এসেছেন। কিন্তু আমরা তার কাছথেকে টাকা চাই না আমাদের দাবী এই এলাকাতে সরকারী স্কুল, একটি কবরস্থান ও জলাবদ্ধতা নিরসন করবেন। যদি না করেন আমরা তার গাড়ীর সামনে শুইয়ে পড়বো তাকে যেতে দিব না। এখানে এতোসুন্দর একটি মসজিদ রয়েছে তাই মসজিদের পাশে স্কুল দিলে তা অসুন্দর হবে। একটা জায়গা নির্ধারণ করবেন যাতে বাচ্চারা সে স্কুল মাঠে খেলাধুলা করতে পারে। এসময় বক্তারা উপরোক্ত কথা বলেন।
ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদ সভাপতি আলী আক্কাছ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.সাইফু উল্লাহ বাদল কার বক্তব্যে বলেন,এই এলাকার মুরুব্বিরা সবার দাবী স্কুলের। আপনারা জানেন সরকারী ভাবে বহুবছর যাবদত নতুন স্কুল প্রতিষ্ঠা করা বন্ধ আছে।আপনারা যদি উদ্যোগী হন স্কুল তৈয়ারি করে দিব। এবং শিক্ষক নিয়োগ করে দশ বছর চালিয়ে যেতে হবে। তখন সরকারী ব্যবস্থা করা যাবে। এবং এই স্কুলে যা যা করার দরকার তাই আমি করবো।এখানকার যে জলাশয় আছে তা ড্রেজা যদি এখানে আসে তা ভরটের মধ্যমে সরকারী অনুদানে না হলেও আমার নিজস্ব অর্থয়ানে কবরস্থান করে দিব। তিনি আরোও বলেন ড্রেনের যে সমস্যা তা এ ইউনিয়নে ২টি এলাকাতে বাকি ফরাজীকান্দা ও নলুয়াতে বাকি। ড্রেনের যে ব্যবস্থা আছে তা সরুর করনে পানি নামতে ধীরগতি হয়ে জলাবদ্ধতা হয়। তা হাটখোলা দিয়ে ব্যবস্থা করেদিব। আগামী পাঁচ বছরে মধ্যে যা যা কাজ আছে তা সম্পূর্ণ করব। এবং আগামী দিনে কাজ আসলে এখানে আসবে। আজ আপনাদের কাছে আমার কথা রেখেছি আগামিতে রাখব।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সাধারণ সম্পাদক হে.আর রাসেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি কাজী সাইফল ইসলাম শাহীন,ফতুল্লা থানা আওয়ামী লীগ সহ – সভাপতি আশরাফুল আলম,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রতন,কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম.এ সাত্তার,কাশীপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূরুল আমিন,কাশীপুর ইউপি ৫ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব,সংরক্ষিত মহিলা সদস্য , ৪,৫,৬ নং ওয়ার্ড তাসলিমা আক্তার ফরাজীকান্দা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিম মোল্লাসহ স্থানিয় নেতৃবৃন্দ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, জয়নাল আবদীন, শরিফ হোসেন সরদার,আব্দুর রহমান মোল্লা, রবিউল ইসলাম ফালান,শাহানাজ আক্তার শান্তি, মিনাজুর রহমান সবুজ, সালাউদ্দিন মোল্লা, তৌফিকুর রহমান অনিক প্রমুখ।