আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে মোরগ প্রতীকে মেম্বার প্রার্থী আরমান এইচ সরকার পাপন এর গণসংযোগে ভোট চাইলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর ।
বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর ) বিকাল কিনটায় মীর সোহেল আলী মোরগ প্রতীকে মেম্বার প্রার্থী পাপনের নির্বাচনি ক্যাম্প হতে ১ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুরে নৌকা প্রতীকেও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে মীর সোহেল আলী তার বক্তব্যে বলেন, পাপনকে নির্বাচিত করুন আপনাদের এলাকায় উন্নয়ন হবে ইনসাল্লাহ। নেত্রী যাকে নৌকা দিয়েছেন লুতফর রহমান স্বপন। চেয়ারম্যান জননেতা শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন। নৌকাকে জয়যুক্ত করুন। তারা যদি এলাকার উন্নয়ন না করে আমার নিজ অর্থয়ানে করে দিব। যারা মেম্বার চেয়ারম্যানের সমর্থনে আছেন আপনাদের মা বাবার অবাধ্য সন্তান হয়ে থাকলে আপনাদের কথা সুনবে কেনো। বাবা মার বাধ্য সন্তান হলেইতো সন্তানের কথা শুনে। আপনার বাবা মায়ের ভালো সন্তান হলে আপনি যেদিকে যাবেন অবশ্যই আপনাদের কথা শুনবে। এবং পাপনকে যদি আপনারা সহযোগীতা করেন তাহলে ৩/৪ হাজার ভোট বেশি পাবে পাপন।
তিনি আরোও বলেন আজ মাদকের সয়লাভ হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা ও এই ৪ আসনের এমপি জননেতা শামীম ওসমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছেন। মাদক খান ভালো হওয়ার জন্যে এসে বলবেন পাপন, চেয়ারম্যান ও আমি আছি এসে বলেন মাদক ছেড়ে দিব আমার নিজ অর্থয়ানে টাকা খরচ করে আপনাদের চিকিৎসা করাব। পাপন যদি আপনাদের কাছে কোন অন্যায় করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাপন পাশ করুক আর নাই করুক আপনাদের সাথে কোন দিন অন্যায় করবেনা এটা আমার ওয়াদা দয়া করে পাপনকে মোরগ মার্কায় একটি করে ভোট দিবেন।
এসময় মোরগ প্রতীকে মেম্বার প্রার্থী পাপন বলেন আমি মেম্বার হলাম বা না হলাম আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামিতে ওয়ার্ডের জনসাধারণ ও সমাজের পাশে থাকতে চাই। আমাকে ১ টি মোরগ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সমাজে কাজ করার সুযোগ করেবিদেন সে প্রত্যাশা করি।
এসময় গণসংযোগ আরোও উপস্থিত ছিলেন, দাপা-শিয়াচর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সফর আলী মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শিয়াচর ন্যাশনাল স্কুলের কর্ণধার ইউনুস মাস্টার, দাপা-শিয়াচর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আব্দুর রহিম,এড.ফাহিমা রহমান, মো.কাশেম, মো.আমির,মো. কাউসার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থানা সভাপতি মো ইসলাম শেখ,জাহিদুল ইসলাম আইভী, বন্ধু রহিম, আলামিন, মোরশেদ, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।