আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী কবির হোসেন এর গণসংযোগে জনতার ঢল।
শুক্রবার ( ১৭ ডিসেম্বর ) বিকাল ৩ টায় দেওভোগ কৃষ্ণচূড়া মোড় হতে ওয়ার্ডের প্রতিটা এলাকায় ঘুরেন।
কবির হোসেন বলেন,আমি নির্বাচনে আসতে চাইনা আপনারা আমাকে বাধ্য করেছেন বলে আমি দাড়িয়েছি। অনেক প্রার্থী আছে ছয় মাস আগ থেকে নির্বাচনি প্রচার-প্রচরণায় নেমেছেন। তাই আজকে প্রমাণ হলে গেলো যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন,কারন অনেকের মিছিল এর পিছন থেকে লোক চলে যায় কিন্তু আমি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি যে আমাদের মিছিল যেমন ছিলো শেষ পর্যন্ত তেমনই আছে। আমি বিশ্বাস করি পরবর্তী যে কর্মসূচি দেবো আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, কারন শৃঙ্খলা বজায় রাখলে এই এলাকার মানুষ বলবে যে তাদের প্রার্থী যেমন ভদ্র তার ভাই বন্ধু ও অনেক ভদ্র। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমার সাথে আজকে যেভাবে আছেন, আপনারা আমার জন্য একটি মাস কষ্ট করেন আমি আপনাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করবো।
তিনি আরও বলেন, আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে আমাকে সত্যিকারে ভালোবাসেন, আমাদের ভালোবাসায় এইভাবেই লোক আসে আর অন্য সকল প্রার্থীদের দেখবেন যে তারা টাকা দিয়েও লোক আনতে পারে না এটা হলো ভালোবাসা। আপনারা দেখেছেন আমি কোনো পোস্টার লাগাইনি কোনো পোস্টার ছাপাইনি ইনশাআল্লাহ মানুষের মনের মধ্যে আমার পোস্টার লাগানো। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে ১৬ নং ওয়ার্ড বাসী নির্বাচিত করবে এবং জয়ের মালা ১৬ নং ওয়ার্ড বাসী পরবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, মুরব্বিদের মধ্যে কাইয়ুম, খবু চাচা, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক মোজ্জামেল হক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর ডিরেক্টর মোঃ স্বপন,সোহেল, মোশাররফ, মাসুদ, মাসুম, জেলা ছাত্র লীগের সমাজ কল্যাণ সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম সহ অত্র এলাকার মুরুব্বি গণ।