1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

ত্বকী হত্যা আসামি ভ্রমরের পরিবারে নারী কাউন্সিলর প্রার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৭০ Time View

অবশেষে আলোচিত ত্বকী হত্যা মামলার প্রধান আসামি ভ্রমর,খুনির পরিবারের মধ্যে জনপ্রতিনিধি হওয়ার শখ জেগেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হলেন ভ্রমরের বড় ভাই ডলার এর স্ত্রী তাসনুভা নওরীন ইসলাম ভূঁইয়া।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জে এলাকা সাধারণ ভোটাররা জানান ভয়ংকর সন্ত্রাসী ও ত্বকি হত্যার মামলার  প্রধান আসামী শওকত সুলতান ভ্রমর এর বড় বাভি তাসনুভা নওরিন ভূঁইয়া তিনি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় দাপরিয়ে বেড়াচ্ছেন। এধরেনে সন্ত্রাসী পরিবারে সদস্যরা জনপ্রতিনিধি হউক তা আমরা চাই না। তিনি জনপ্রতিনিধি হলে তাদের প্রভাব কর্মকান্ড আরোও বেরে যাবে। প্রভাব বিস্তারের পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাস, দুর্নীতি বেড়ে যাবে।তখন ভবিকে রক্ষায় আরোও যে কত হত্যাকান্ড ঘটবে তা বলা বাহুল্য।

ওয়ার্ডের সাধারণ ভোটাররা আড়োও জানান, তাসনুভা নওরীন নির্বাচন করার লক্ষে এখানে এসেছে এর আগে সিদ্ধিরগঞ্জে তাদের দেখা যায় নাই! তারা থাকেন অন্যত্রে। মহামারী করোনাকালীন তাদের নামমাত্র দেখা যায়।  এখন সেই খুনির পরিবারের ভাবির জনপ্রতিনিধি হওয়ার শখ জেগেছে। তফসিল ঘোষনার পর থেকে চষেবেরাচ্ছেন টাকা ছিটানো প্রতিযোগিতায়।সাধারণ মানুষকে মিথ্যা প্রলোভন দেখাচ্ছেন।

এবিষয়ে মেধাবী ছাত্র ত্বকীর বাবা রফিউর রাব্বি জানান, স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দীতে ত্বকীর হত্যা আসামী ভ্রমর এর ভাবি নির্বাচন করছে। আমি সকলকে আহবান জানাই খুনির পরিবারকে যেনো প্রত্যাখান করে। প্রশাসন যেনো এসমস্ত প্রার্থীদের কঠোর ব্যবস্থা নেয়। এছাড়াও সিটি নির্বাচনে দশজনেরও বেশী বিভিন্ন মামলার আসামি প্রার্থী হয়েছেন তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না।

প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘদিন পলাতক থাকার পর সুলতান শওকত ভ্রমর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে আত্মসমর্পণ করে। এবং ২০১৩ সালের ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায় ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL