1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গার্মেন্টস শ্রমিক, মাটির কামলা- চেয়ারম্যান প্রার্থী লৎফর রহমান স্বপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬৬২ Time View
টিউবওয়েল প্রতীকে মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল’র সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী লৎফর রহমান স্বপন প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকে ওয়ার্ডে ১৩ জন মেম্বার প্রার্থী হয়েছে। সবাইতো পাশ করবেনা! যারা ফেইল করবে তাদের জামানত বাতিল হবে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লেভারকে ইসলামিক দল থেকে দিয়েছে যা আমার যোগ্য না! আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গার্মেন্টস  শ্রমিক, লেবার, মাটির কামলা দিয়েছেন তারা।
লুৎফর রহমান আরোও বলেন এই নৌকা মার্কা এমপি মহোদয়ের আমাকে দিয়েছেন তাই আপনারা নৌকাকে ভোট দিবেন। শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে এই মার্কাকে ভোট দিবেন যারা নৌকার লোক তারা’এখানে মেম্বার প্রার্থী ১৩ জনের মধ্য ৪ জনের সাথে লড়াই হবে। এবং নৌকার সমর্থীত লোককে আপনারা ভোট দিয়ে মেম্বার বানাবেন। আমরা এমপি মহোদয়ের কাছ থেকে কাজ আদায় করতে পারবো। যেহেতুক আমরা জলাবদ্ধতায় ছিলাম তা থেকে চিরস্থায়ী ব্যবস্থা নিব এবং অসম্পন্ন কাজগুলা সম্পন্ন করবো।
বুধবার ( ২২ ডিসেম্বর ) বাদ মাগরিব পৌষার পুকুরপাড় লালপুর ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকে মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল এর সমর্থনে নির্বাচনি উঠান বৈঠকে  উপরোক্ত কথা বলেন।
উঠান বৈঠকের আগে বিকাল বেলায় ওয়ার্ডে প্রতিটা এলাকায় টিউবওয়েল প্রতীকে মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল এর বিশাল মিছিলে জনতার ঢল নামে এবং শ্লোগান ও গানের তালে ওয়ার্ডবাসীকে মুখরিত করেন।
৪নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকে মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল সভাপতিত্বের বক্তব্যে বলেন, আমরা যে এলাকাতে দাড়িয়েছি তা শামীম ওসমান করে দিয়েছেন। এখানে জলাবদ্ধতা নিরসন করিয়েছেন তাও শামীম ওসমান মহোদয়ের অবদান। তাই আমাকে জয়যুক্ত করলে এলাকার উন্নয়ন হবে। আমি নির্বাচিত হলে এলাকার মাদক নির্মূল করবো। যেখানে সমস্যা বেশী সেখানেই আগে কাজ করবো। আমি আপনাদের সন্তানের মত তাই সন্তান হিসেবে আমার দাবী আপনারা রাখবেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল,পৌষার পুকুর পার জামে মসজিদের সহ-সভাপতি হাবিবুর রহমা হাবু,ভারপ্রাপ্ত সেক্রেটারি জালাল উদ্দিন,আনোয়ার হোসেন, মাদ্রাসার  কমিটি সভাপতি মাইনুদ্দিন মুন্সি,কবরস্থান কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, সেক্রেটারি রুস্তম খন্দকার,মো.হোসেন, গিয়াসউদ্দিন, মো.কাদির, এড. এস এইচ শাহাদাৎ, মো.হোসেন, চাঁন মিয়া, রিপন, মাসুদ, শামীম, মামুন, হান্নান, কোরবান আহম্মেদ জয় খোকন নূরুজ্জামান, বাপ্পী, লিটন, সুজন, রায়হান, আইরিন, জুথী, সালসা, পারভিন, রাহিমা রাহি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL