1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

ফতুল্লা ৪ নং ওয়ার্ডে ভ্যান গাড়ি প্রতীকে মেম্বার প্রার্থী শরিফ উদ্দিন সজল এর বিশাল গণমিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৭ Time View

নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচরণায় ঢাকঢোল পিটিয়ে, গানের তালেতালে ৪নং ওয়ার্ডে ভ্যান গাড়ি প্রতীকে মেম্বার প্রার্থী শরিফ উদ্দিন সজল এর বিশাল গণমিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর ) বিকাল তিনটায় ভ্যান গাড়ি প্রতীকে নির্বাচনি ক্যাম্প হতে ফতুল্লা ডিআই মাঠে জড়ো হয়ে সাজসজ্জিত হয়ে ৪ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করা হয়।

এসময় ভ্যান গাড়ি প্রতীকে মেম্বার প্রার্থী শরিফ উদ্দিন সজল বলেন দীর্ঘ ২৯ বছর পর ফতুল্লা ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করছে জনগণ। আমি অত্যন্ত আশাবাদী এই নির্বাচনে যোগ্য ব্যক্তিকে তারা বেছে নেবে বলে আমি মনে করি। এবং আমি আসা করি একটা মেম্বারের যা যা গুন থাকা দরকার তা আমার মধ্যে আছে। তাই ভোটাররা আমাকে ২৬ ডিসেম্বর জনগণের সার্থে আমার ভ্যান গাড়ি প্রতীকে একটি ভোট দিবেন।

তিনি আরোও বলেন, আপনাদের প্রয়োজনে রাত ও দিনে যখনি আমাকে যেমনই করে ঢাকেন আমি চলে আশি। যেমনটি আমার কাছ থেকে আপনারা পেয়েছেন আপনাদের ভোটে নির্বাচিক করলে আমি কথা দিলাম আপনাদের সুখেদুঃখে সবসময় পাশে থাকব। এবং এওয়ার্ডে যত সমস্যা আছে তা সমাধান করব। আমি কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের কর্মচারী হয়ে থাকতে পারি। সেটার প্রয়োজন আপনাদের দোয়া ও ভালোবাসা। আপনাদের সাথেনিয়েই আমার পথচলা তাই সে সুযোগটা আপনারা করে দিবেন।

মিছিলে উপস্থিত ছিলেন আব্দুল করিম, মো.আলী, আব্দর সালাম, কমল সরকার,সফিউদ্দিন কাউসার, রিয়াদ, আনিস, রিপন, আলতাব, সাগরসহ স্থানিয় এলাকার মুরুব্বিগণ ও যুবসমাজের নেতৃত্বগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL