নারায়ণগঞ্জে এলজিইডি’র উদ্দ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ কম অগ্রগতিমূলক ও ঝুকিপূর্ণ কাজের অগ্রগতি এবং সঠিক তথ্য সরবরাহের ব্যাপারে এলজিইডির প্রকৌশলী কর্মকর্তাগণ, সাংবাদিক ও ঠিকাদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আবদুর রশীদ খানসহ বিভিন্ন জেলার সাংবাদিক, ঠিকাদার ও এলজিইডির নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সোমবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক হলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন
সভাপতির বক্তব্যে তুহিন বলেন, এলজিইডি ধীরে ধীরে বড় ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে তবে আমাদের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ কমে যাচ্ছে। আগে আমরা তাদের সাথে যোগাযোগেই আমরা বুঝতে পারতাম কোথায় আমাদের কী কাজ করা দরকার। এমপিদের সাথে ডিও লেটারের আদানপ্রদানের মাধ্যমে যোগাযোগ হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরসহ অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে প্রকল্প প্রনয়নের ব্যাপারে আমাদের তেমন কোন যোগাযোগ হয় না। তারা আমাদের স্থানীয় অনেক বিষয়ে তথ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
তিনি বলেন, সাংবাদিকদের সাথেও মতবিনিময়ের মাধ্যমে তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি। তারাও আমাদের ব্যাপারে বিভিন্ন সময় ভুল ইনফরমেশন পায়। সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। এতে তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবে। ফলে ভুল তথ্য প্রবাহ বন্ধ হবে।
তিনি আরও জানান, এখন থেকে প্রতি তিনমাস পরপর আমরা সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠান করবো। এতে করে সাংবাদিকদের কাছে সঠিক তথ্য সরবরাহ করা আমাদের জন্য আরও সহজ হয়ে উঠবে।
এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আবদুর রশীদ খান বলেন, আমাদের সকলকে কাজের মান ভাল করতে হবে। এ ব্যাপারে সকলকে নজরদারি বাড়াতে হবে। কেউ যেন নিন্মমানের নির্মাণ সামগ্রী কাজে ব্যাবহার করতে না পারে সে ব্যাপারে প্রকৌশলী, সাংবাদিক এবং ঠিকাদারসহ সকলকে সচেতন থাকতে হবে।
এসময় নারায়ণগঞ্জ জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী রাশেদী, কারা ভৌমিক, ইউডিই মোঃ সিরাজুল ইসলামসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা সাংবাদিক ও ঠিকাদারগন সভায় উপস্থিত ছিলেন।