নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এলাকায় মানবসেবক হিসেবে বিশেষভাবে পরিচিত রাসেল। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। তার প্রার্থীতাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা গেছে স্থানীয়দের মাঝে।
গতকাল তার পক্ষে ১৫ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ১৫ নং ওয়ার্ডে দক্ষিণ র্যালি বাগান পঞ্চায়ত কমিটির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় হেলাল বলেন, আজ থেকে ২৫-৩০ বছরে আগে এ শহরে একটা টানবাজার ছিল আমরা চিনতাম না কোনটা এ শহরের মা কোনটা টানবাজারের মা। আমরা সেই টানবাজার উচ্ছেদ করেছি। আমি শামীম ওসমানের একজন সৈনিক। আজ আমরা কলঙ্কমুক্ত হয়েছি। আমরা মানুষকে ভালবাসি মাকে ভালবাসি৷ আপনারা গরিব হলে আমরা গরিব, আপনারা বড়লোক হলে আমরা বড়লোক। শিক্ষিত এক জিনিস ভালমানুষ একজিনি৷ আমরা আপনাদের সন্তান।
তিনি বলেন আমরা কেউ পারফেক্ট না। রাসেল আমার সন্তান বা আপন ভাই নয়। ভোট আপনার আমানত। আপনারা ভোট বিক্রি করবেন না। ভোট ইমানের আমানত। ওই ভোট দিয়ে আমি যত পাপ করবো আপনারাও সে পাপের ভাগিদার। আর আমি যত ভাল কাজ করবে তত সওয়াব পাবেন আপনারা৷ আপনাদের নগদ জিনিস দেই। আল্লাহ যদি বাচায় রাখে জয়ী হই বা না হই আল্লাহর নামে কথা দিয়ে গেলাম। এই দুই ছেলেকে আপনার বিপদের দিনে পাবেন।
ভোটারদের উদ্দেশ্যে রাসেল বলেন, আমি আপনদের পরিবারের একজন। গরিব বড়লোক কারও চেহারায় থাকে না। মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাড়ানোর ইচ্ছা থাকতে হবে। এখন অনেকে আসবে। আমি আপনাদের ঘরে ঘরে এসেছি, আপনাদপর কথা শুনেছি। আপনারা যতবার ডেকেছেন আপনাদের পাশে এসেছি। আমরা মানুষ চিনতে ভুল করছি। আপনারা আমাকে নির্বাচিত করলে পাচ বছরে দেখবেন আমি আপনাদের পাশে দাড়াই কীনা। যদি না করি তাহলে তীরষ্কার করবেন। আমরা তিরষ্কার করতে পারিনি। প্রবীনদের অনেক সুযোগ দিয়েছেন। যদি কেউ চায় সৎ ইচ্ছা থাকত তাহলে আপনারা উপকৃত হতেন। করোনার সময় সরকার এত ত্রান দিয়েছে। আপনারা কতজন পেয়েছে। সরকার ২৫শ টাকা দিয়েছে কয়েকজন পেয়েছি অনেকেই পাইনি। করোনার সময় চালডাল এসেছে, অনেকেই তা পায়নি। আমরা রাজনীতি করে টাকা কামাই করা শিখিনি। আমরা মানুষের সুখ দুঃখে মানুষের পাশে দাড়াতে শিখেছি। আমাদের নেতা শামীম ওসমান ও জাকিরুল আলম হেলাল ভাইয়ের নেতৃত্বে আপনাদের পাশে দাড়াতে পেরেছি। আপনাদের সময় এসেছে সুযোগ দেয়ার যোগ্য প্রার্থী নির্বাচিত করার। আগে দেখবেন খবর নিবেন যাচাই বাছাই করে আপনাদের মূল্যবান ভোট দেবেন।
দক্ষিণ র্যালি বাগান পঞ্চায়ত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর পূজা উজ্জ্বাপন কমিটির পূজা বিষয়ক সম্পাদক রিপন ঘোষ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সহ- সভাপতি কূটু ভৌমিক, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন,নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সাধারণ সম্পাদক জে,আর রাসেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি হামদান-উর রহমান শান্ত,দক্ষিণ র্যালি বাগান পঞ্চায়ত কমিটির সহ-সভাপতি আমির,সহ-সাধারণ সম্পাদক শরিফ মোল্লা,সাংগঠনিক জসিম উদ্দিন প্রমুখ।