1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

সমাবেশে জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেন বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৭২০ Time View

নারায়ণগঞ্জে বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটাধিকার হরনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন মহানগর বিএনপির নেতারা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেন মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট রফিক আহমেদ। বক্তব্য শেষে বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করতে চাইলেও মুখ ফসকে বের হয়ে যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে অবশ্য তিনি বক্তব্য শুধরে নিয়ে বলেন, জয় হোক জনতার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অনুরোধ করেন বলেন, ঐ অংশের  ভিডিওটা কাট করে দিয়েন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এসময় রফিক বলেন, আজকের এই দিবসটিকে একটি কালো দিবস হিসেবে কাখ্যা দিতে চাই। শেখ হাসিনার সরকার রাতের ভোট দিনে করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। আইন মোতাবেক এই সরকার যতগুলো আইন করেছে সব বেআইনি আইন। যে বাজেট হয়েছে সে বাজেটও বেআইনি। এখানে জনগনের কোন ম্যান্ডেট নেই।

তিনি আরও বলেন, এই সরকারের আইনজীবী বিনা ভোটে নির্বাচিত আইনমন্ত্রী। খালেদা জিয়াকে অবৈধ ভাবে সরকার আটকে রেখেছে। ৪০১ ধারার সকল ধারা না বলে কিছুটা বলে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL