নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডে জনদূরভোগের শেষ কোথায়। তাই ঐ ওয়ার্ডে প্রতিটা এলাকায় ঘুরে দেখা যায় সড়ক গুলাতে খানাখন্দের জুড়ি মেলা ভার। যে এলাকাতেই যাই সেখানেই দেখি সড়কে গর্তের শেষ নেই। আবারও দেখা যায় ড্রেনে স্লাপ বাঙ্গা। কিছু কিছু সড়কে রড বের হয়ে রয়েছে। যা জনসাধারণে চলাচলের বিগ্ন ঘটছে।
ঐ ওয়ার্ডে একজন সাবেক জনপ্রতিনিধি উঠান বৈঠকে জনসাধারণ অভিযোগ করে বলেন, ৫ বছরে এই ওয়ার্ডে কাউন্সিলর ব্যর্থতার পরিচয় দিয়েছে যা সড়ক গুলোতে কোন প্রকার উন্নয়ন না হওয়াতে বেহাল অবস্থায় রয়েছে।আমরা কাকে নির্বাচিত করলাম যদি জরাজীর্ণ বেহাল সড়ক দিয়ে চলাচল করতেই হয়।
তারা আরোও বলেন মুক্তিযোদ্ধাদের সড়ক নামকরনে উদ্বোধনের পূর্বের মেয়র মহোদয়ের দৃষ্টটি যেন না পরে তাই তারা শহিদনগর, ডিয়ারা সড়কে কোন রকম পিছ ডালাই করেন।
১৮ নং ওয়ার্ডবাসী আরোও বলেন, আমরা সুনেছি বর্তমান কাউন্সিলর কবির হোসাইন নাকি অনেক কোটি টাকার কাজ করেছেন। কোটি কোটি টাকার কাজ যদি সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ পেয়ে থাকেন তাহলে সড়ক ও ড্রেনের এ অবস্থা কেনো।
তাকে জনগণ লুটপাট করতে কাউন্সিলর বানান নাই। তিনি যে সমস্ত ড্রেন নির্মাণ করেছেন ১/২ তা মেরামত করতে হয়েছে। এবং তা নির্মানেও অনিয়মের শেষ নেই। তার পকেট বাড়ি করার লক্ষে ড্রেনের উন্নয়ন করতে গিয়ে যত ইট বেরহয়েছে সেই ইট বিক্রিকরে সিটি কর্পোরেশনের কোষাগারেও অর্থ জমা করেননি তিনি।
তারা আরোও বলেন,এই ওয়ার্ডে যত কাজ হয়েছে তা কাউন্সিলর ও তার লোকজন দিয়ে কাজের তদারকি করিয়েছেন। তাহলে এলাকা গুলাতে এমন বেহাল দশা হবে কেন? সেটাকি তাদের গাফলতির না অন্য কিছু? এমনটাই বললেন ঐ ১৮ নং ওয়র্ডের বাসিন্দারা।