আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান এর নির্বাচনি প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় দুলাল বলেন, জতদিন আমার ওয়ার্ডের প্রতিটি জনগন টিকা নএয়া শেষ না হয় আমি টিকা নিব না। আমি আগে আমার জনগনের সুরক্ষা নিশ্চিত করব তারপর আমি নিজে। আগে আমার জনগনের সুরক্ষা। পরে আমার সুরক্ষা।
শুক্রবার (৩১ ডিসেম্বর ) বিকালে বন্দর রসুলবাগ এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও পঞ্চয়াত কমিটির সেক্রেটারি হাজী জাহাঙ্গীর আলম।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ২৩ নং ওয়ার্ডে প্রতিটি এলাকা অবহেলিত ছিল। এখানে বিগত আমলে এমপিসহ অনেক বড় বড় লোক ছিল কিন্তু আজ এ এলাকাতে কত উন্নয়ন হয়েছে দুলাল প্রধানের অধিনে। এছাড়া এ ওয়ার্ডে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়েছে তা কাউন্সিলর মাধ্যমে সমাধান হয়েছে। এবং দুলাল প্রধানের অফিসে যেই গিয়েছে সে খালি হাতে আসেন নাই। মহিলা ও পুরুষ তাদের প্রয়োজনীয় সেবা নিতে আসলে তাদেরকে রিক্সা ভাড়াও দিয়েছেন। করোনা কালীন দুলাল প্রধান আপনাদের পাশে ছিলেন এবং নিজ অর্থে অসহায় মানুষের পাশে দারীয়েছে মহামারী করোনাকালীন।
তারা আরো বলেন, কাউন্সিলর দুলাল প্রধান কখনো দায়ীত্বে অবহেলা করেন নাই তা আমরা দেখিও নাই। তাই কাউন্সিলর দুলাল প্রধান আমাদে গর্ভই না সে আমাদের অভিভাবক। আমাদের হৃদয়ে জায়গায় করেছে তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সভাপতির এহসানুল হক রিপু, শ্রমিকলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ, বন্দর ২৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন প্রধান, জাতীয় পার্টির মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মানিক শেখ, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,ওয়ার্ড আওমীলীগ নেতা মনির হোসেন মনু, পাট প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন ৫০৫০নং সাধারণ সম্পাদক সেলিনা মাহমুদ মাসিমা, লিয়াকত হোসেন, মাসুম,তোতা মিয়া, শাহনেওয়াজ রাহাত যুবলীগ নেতা হেলাল, আলামীন, সনেট প্রমুখ।