আসন্ন সিটি নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ঘুড়ি প্রতীকে এইচ এম রাসেল এর নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ক্যাম্প করেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
শুক্রবার (৩১ ডিসেম্বর ) বাদ এশা পার টানবাজার আশা -মাশা হল সংলগ্নে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধনের আয়োজন করা হয়।
এসময় হেলাল বলেন, এই শহরে টানবাজার ছিল। এই টানবাজারও আমাদের দ্বারাই ঠিক হয়েছিল। আমাদের টানবাজারকে ঠিক করতে হবে। যে নিজের পরিবারকে ভালবাসে সে মানুষকেও ভালবাসে। আমি চাই আমার ভাইটা মানুসের পাশে দাড়াক। এদেসের মানুস অনেক রক্ত দিয়েছে। মানুষকে ভালবাসার জন্য আমরা কাজ করছি।
রাসেল বলেন, আমাদের নেতা এখানে এসে ক্যাম্প উদ্ভদন করতে এসেছে। হিন্দু মুসলিম সবাই এখানে এসেছে। আমার সকলের কাছে অনুরোধ। দেখেশুনে নিজেদের ভোট দিন। যদি আমি কাজ না করি আমাকে তিরস্কার করে দিবেন। আমি চলে জাব। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সহ-সভাপতি মো.শাহিন, মহানগর পূজা উজ্জ্বাপন কমিটির পূজা বিষয়ক সম্পাদক রিপন ঘোষ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সহ- সভাপতি কূটু ভৌমিক, স্থানিয় ব্যবসায়ী রিপন সাহা, আওয়ামী প্রচার লীগ সাংগঠনিক সম্পাদক ও ডাইলপট্রি ব্যবসায়ী অজয় সূত্রধর,দক্ষিণ র্যালি বাগান পঞ্চায়ত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন, টানবাজার সিটি কলনীর মন্দির সভাপতি কমল, দক্ষিণ র্যালি বাগান পঞ্চায়ত কমিটির সভাপতি সালাউদ্দিন, হরিজন সমাজ সংঘ সভাপতি রিপন দাস, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন,নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সাধারণ সম্পাদক জে,আর রাসেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি হামদান-উর রহমান শান্ত,সাংগঠনিক জসিম উদ্দিন সিটি ওয়ার্কাস ইউনিয়ন কমিটি সভাপতি শিমুল দাস, সাধারন সম্পাদক কিশোর লাল, সুরজ দাস, যুব সংঘের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মামুন,বিকি চন্দ্র দাস,জেকি কুমার দাস,শ্রীলাল, গনেস, রামচরণ, হরিজন নেতা রাম চরন সহ আরো অনেক নেতৃবৃন্দ।