নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতিকে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরকে সমর্থন জানিয়ে ওয়ার্ডের মহিলাদের লিফলেট নিয়ে গণসংযোগ করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি ) বিকাল তিনটায় নন্দীপাড়া হতে ওয়ার্ডের বোয়ালীয়া খাল, দীঘিরপাড়, পালপাড়া ও পানির ট্যাংকির এসে গণসংযোগ শেষ করেন।
গণসংযোগ শেষ মহিলারা বলেন, ঘুড়ি প্রতীকে আমরা সাধারণ ভোটারদের কাছে প্রচুর সাড়া পাচ্ছি। এবং কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরকে সকলের সমর্থন আছে। কারন এই প্রার্থীর কোন গুন্ডা বাহিনী নেই। নেই কোন মাদক কারবারি। তার স্বচ্ছলতার কারনে এবং জনপ্রতিনিধি না হয়ে মনিরুজ্জামান মনির সকলে মাঝে সাহায্য সহযোগীতা নিয়ে পাসে রয়েছেন ভবিষ্যতেও থাকবে।
তারা আরোও বলেন, সাবেক কাউন্সিলর মনির এর মধ্যে হিন্দু ও মুসলিম বলতে কোন ভেদাভেদ নেই তারকাছে সবাই সমান। এখন সবাই তাকে চিনে জনদরদী মানবিক মনির নামে। করোনাকালীন তার অবদান কেহ ভুলতে পারবেনা। তার আসা সব সময় মানবকল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিয়জিত থাকবে। তাই ১৪ নং ওর্যার্ডবাসীকে আহবান করবো ঘুড়ি প্রতিকে মনিরুজ্জামান মনিরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সমাজের সেবা করার ব্যবস্থান করে দিবেন এটাই আমাদের প্রত্যাশা করছি।
গণসংযোগে উপস্থিত ছিলেন, সম্পা আক্তার উর্মী, সালসা, সিরিস আক্তার, ফাল্গুনি, সমাইয়া, ইন্নি, অর্পা,মামুলি,গালিমি, রাকিবুল ইসলাম রাকিব, সুমন, সোহেল, মাহফুজ, শাকিল প্রমুখ।